জেলা মটর শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের ১১ মে শনিবার অনুষ্ঠিত প্রহসনের নির্বাচন বন্ধ করা না হলে জেলায় সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন সংগঠনটির ২২ জন প্রার্থী। শুক্রবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবে তারা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেন।
সংগঠনটির সভাপতি প্রার্থী শেখ রবিউল ইসলাম রবি এ সময় তাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নে (রেজিঃ নং-৫৫০) পান বিড়ি দোকানদার, জুতা সেলাইকারী, সুইপার, সেলুন কর্মচারী এমনকি আইনজীবী সহকারীরাও সদস্য পদ লাভ করেছেন। তারা কোনোভাবেই পেশাদার মটর শ্রমিক নন উল্লেখ করে এমন ৭০০ থেকে ৮০০ জন অশ্রমিককে নিয়ে কোন নির্বাচন হতে পারেনা। সাধারণ শ্রমিকরা এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। একই সাথে অবৈধ নির্বাচন কমিশনের পদত্যাগ দাবী করেছেন সংবাদ সম্মেলনে। তিনি বলেন, অবৈধ নির্বাচন কমিশনের পদত্যাগ ও নির্বাচন বন্ধের দাবীতে এর আগে গত ৬ মে সংবাদ সম্মেলন ও গত ৯ মে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর বিক্ষোভ মিছিলসহ স্মারক লিপিও প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, শ্রমিক ইউনিয়নের বর্তমান নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরসহ বিভিন্ন মামলার আসামী হওয়ার শর্তেও পুলিশ তাদের গ্রেফতার করছেনা এবং পুলিশের সামনে প্রকাশ্যে তারা লাঠি নিয়ে টার্মিনালে অবস্থান করছে। অবৈধ নির্বাচন বন্ধ ঘোষণা না হওয়ায় তারা বাধ্য হয়ে শনিবার সকাল ৬ টা থেকে নির্বাচন প্রতিহত করার জন্য জেলার সকল সড়কে অবরোধসহ কাফনের কাপড় মাথায় নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন। তারা এ সময় পরিবহন শ্রমিকদের অবৈধ নির্বাচন বর্জন ও বাস না চালানোর অনুরোধ জানান। একই সাথে তারা এই অবৈধ নির্বাচন বন্ধে এবং শমিক জনসাধারণের যানমাল রক্ষায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক প্রার্থী কাজী আক্তারুজ্জামান মহব্বত, অন্যান্য পদের প্রার্থী আরশাদ আলী, মোকছুর রহমান, নজরুল ইসলাম, আব্দুস সালাম, শওকত হোসেনসহ ২২ জন।