নারী আইপিএলে জাহানারার দল ফাইনালে
বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে বিদেশের কোন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছেন জাহানারা। এবার তিনি ভারতের ভেলোসিটির হয়ে খেলছেন ।
মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টুয়েন্টি লিগে বৃহস্পতিবার ভেলোসিটির হয়ে মাঠে নেমেছিলেন জাহানারা আলম।
নিজের অভিষেকটা স্মরণীয় করে রাখা হলো না তার। বল হাতে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেননি। হেরেছে তার দল ভেলোসিটিও।
এদিন জাহানারাদের প্রতিপক্ষ ছিল হারমনপ্রিত কাউরের এই সুপারনোভা। সুপারনোভা প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে তুলে ১৪২ রান। জেমিমাহ রদ্রিগেজ ৪৮ বলে অপরাজিত ৭৭* রানের ঝড়ো ইনিংস খেলেন।
ভেলোসিটির হয়ে ২১ রানে ২ উইকেট নিয়েছেন অ্যামেলিয়া কের। জাহানারা বল করেছেন ৪ ওভার, দিয়েছেন ৩৪ রান। কোনো উইকেট পাননি।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৩০ রান করতে সক্ষম হয় ভেলোসিটি। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেছেন ড্যানিয়েল ওয়াট। অধিনায়ক মিতালি করেছেন অপরাজিত ৪০*। এছাড়া বেদা কৃষ্ণমূর্তি ৩০* রানে অপরাজিত ছিলেন।
তবে হারলেও নেট রানরেটে এগিয়ে ফাইনালে উঠে গেছে জাহানারার দল। শনিবার ফাইনালে তাদের প্রতিপক্ষ এই সুপারনোভাই।