তালায় ছেলে-মেয়ে ধরা আতঙ্কে এলাকাবাসী,প্রশাসনের দাবি গুজব
সাতক্ষীরা জেলা তালা উপজেলা ছেলে ধরা গুজব বিরাজ করছে। ছেলে ধরার আতঙ্কে রাত জেগে পাহারা দিচ্ছে স্থানীয়রা। কয়েকজনকে ছেলে ধরা হিসেবে সন্দেহ করে ধনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনগণ । তবে বিষয়টি গুজব বলে প্রমাণিত হয়েছে। কোন কুচকি মহল ছেলে ধরা গুজব ছড়িয়ে ফায়দা হাসিল করতে চাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে ছেলে ধরা গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার হুশিয়ারি করেছে পুলিশ।
জানাযায়, উপজেলার ঘোষনগর নামক খেয়াঘাট স্থান থেকে ১ জন, নাংলা নতুন বাজার হতে ১ জন,তালা ব্রীজ মোড় হইতে ১ জন সহ বিভিন্ন স্থানে থেকে সন্দেহ ভাজন হিসাবে জনগণ আটক করে মারধরও করে। এসময় এগিয়ে যান কিছু সচেতন মানুষ। আটক ৩-৫‘জনের পরিচয় নিতে গিয়ে দেখা যায় তারা বিকৃত ভাষায় কথা বলতে শুরো করে । পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। কারা গুজব ছড়িয়ে তা খুঁজতে মাঠে নেমেছে পুলিশ। তবে পুলিশ বলছে রোহিঙ্গারা এই এলাকায় সে কাজের সন্ধানে ঘোরা ঘুরি করছে ।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, ৩-৫’জন যদি ছেলে ধরা হিসেবে গণপিটুনিতে মারা যেতেন তাহলে দায়ভার কে নিতো। তাই গ্রামের মানুষ যদি এসব বিষয়ে সতর্ক না হয় তাহলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এরা কেইও ছেলে ধরা না ,আমরা প্রতি নিয়ত মাইকিং করছি জনগনকে বিভ্রান্ত না হওয়ার জন্য । যদি তাদের বিরুদ্ধে অকথ্য প্রমাণ পাই যে তারা ছেলে ধরা তাহলে অবশ্যয় আমরা আইনগত ব্যবস্থা নেব ।
গুজবের বিষয়ে তিনি বলেন, এখনো পর্যন্ত কোন স্থান থেকে ছেলে ধরার সুনির্দিষ্ট কোন অভিযোগ কিংবা তথ্য আসেনি। শুধুমাত্র সন্দেহ ও অনুমানের ভিত্তিতে এসব গুজবে কান দিচ্ছে স্থানীয়রা।
পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা জানান, সব গ্রামে খবর পাঠানো হয়েছে। শুধুমাত্র সন্দেহের বশীভূত হয়ে যদি কেউ আইন হাতে তুলে নেয় তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন কুচকি মহল ছেলে ধরা গুজব ছড়িয়ে ফায়দা লুটতে চাচ্ছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ। বিষয়টি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে পুলিশ সুপার সাজ্জাদুর রহমান তার ফেসবুক পেজে পোষ্ট দিয়েছেন ,সাতক্ষীরা জেলায় বাচ্চা ধরা যে মিথ্যা গুজব স্যোসাল মিডিয়ায় প্রকাশ করা হচ্ছে এর বস্তু নিষ্ঠ কোন তথ্য নেই। সাতক্ষীরা জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে গুজুবে কান দেবেন না ।