বিআরটিএ’র উদ্যোগে ৫ম বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
“জীবন বাঁচান, আওয়াজ তুলুন” প্রতিপাদ্যকে সামনে রেখে “৫ম বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ” পালন উপলক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেল সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখেছে। সপ্তাহ ব্যাপী কর্মসূচির ৪র্থ দিন বৃহস্পতিবার সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে “৫ম বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ” এর প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ জিয়াউল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত কুমার, সাতক্ষীরা ট্রাফিক পুলিশ বিভাগের টিআই মোঃ আব্দুল মোমিন, মেক্যানিক্যাল এ্যাসিসট্যান্ট মো:আবু জামাল। উক্ত আলোচনা সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধকল্পে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। আলোচনা সভায় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক, ছাত্র ও বিভিন্ন পেশাজীবী গাড়িচালক গন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ নাসিরুল আরিফিন।