নয়ন মজুমদার এসএসসিতে গোল্ডেন এ প্লাস:ভবিষ্যতে ডাক্তার হতে চায়
২০১৯ সালের এসএসসি পরীক্ষায় আশাশুনি উপজেলার খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়,খাজরা থেকে নয়ন মজুমদার বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছে।
হোমিও চিকিৎসক ডাঃ দীনেশ চন্দ্র মজুমদার ও বীথিকা রানীর এক মেয়ে এক ছেলের মধ্যে ছোট নয়ন মজুমদার।নয়ন মজুমদার বলেন ভবিষ্যৎ এ আমি ডাক্তার হয়ে দেশ ও মানুষের সেবা করতে চাই।
ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়,খাজরার প্রধান শিক্ষক জি,এম সাইদার রহমান বলেন আমাদের প্রতিষ্ঠান থেকে এই সর্ব প্রথম গোল্ডেন এ প্লাস পাওয়ায় আমরা গর্বিত। আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। নয়ন মজুমদার পিএসসি,জেএসসি পরীক্ষায়ও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
শিক্ষক রাহুল দেব মন্ডল বলেন নয়ন মজুমদার খুবই মেধাবী ছাত্র। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
তার গর্বিত পিতামাতা সন্তানের মঙ্গল কামনা করে সকলের নিকট আশীর্বাদ কামনা করেন।
Please follow and like us: