কালিগঞ্জে কুদ্দুস হাজীর বিরুদ্ধে মুখ খুলে বিপাকে সাধারণ মানুষ
সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার বিষয়ে মুখ খোলায় এলাকার সাধারণ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানোসহ মারধরের হুমকি দিচ্ছে জামাত শিবিরের অর্থদাতা প্রতারক কুদ্দুস। উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মৃত ডাক্তার মোশারফ হোসেনের ছেলে আলহাজ কুদ্দুস তরফদার বিদ্যুতের পোল দেওয়ার নামে ধলবাড়িয়া ইউনিয়নের গান্ধুলিয়া,উচ্ছেপাড়া ও বাজুয়াগড় এলাকা থেকে ৩’শ পরিবারের কাছ থেকে অর্ধকোটি টাকা বাণিজ্য করেছে।
এবিষয়ে দৈনিক সাতক্ষীরা অনলাইন পোর্টালের ভ্রাম্যমাণ প্রতিনিধি সরেজমিনে যেয়ে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে কালিগঞ্জে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে কুদ্দুস শিরোনামে একটি প্রতিবেদন করে।সংবাদটি প্রকাশিত হওয়ার সাথে সাথে তেলে বেগুনে জ্বলে ওঠে ওই প্রতারক।
ওই প্রতিনিধির সামনে মুখ খোলায় পত্রিকায় নাম প্রকাশিত গান্ধুলিয়া গ্রামের আব্দুল জব্বার, শামসুর নাহার,আব্দুল খালেক গাজী,আলাউদ্দিন গাজী,আনিসুর গাজী,আজিবর গাজী,নুর ইসলাম গাজী ও পাতাসি বেগমকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করছে এলাকার সাধারণ মানুষের ত্রাস হাজী কুদ্দুস তরফদার।
ভুক্তভোগী পাতাসি বেগম জানান, বিদ্যুৎ দেওয়ার নাম করে তার কাছ থেকে সাড়ে ৩ হাজার টাকা নিয়েছে। একথা সাংবাকিদের জানিয়েছেন বলে কুদ্দুস হাজী তাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। এমনকি বলেছে সে ওই গ্রাম থেকে তাকে তাড়িয়ে দিবে। পাতাসিকে বাজারে যেতে হলে হাজীর বাড়ীর সামনে দিয়ে যেতে হয়। তাকে কুদ্দুস হাজী মারতে পারে এই ভয়ে সে বাজারেও যেতে পারছেনা।
https://youtu.be/bTH1AoTva7s
শামসুর নাহার,আব্দুল খালেক গাজী,আলাউদ্দীন গাজীসহ অনেকে জানান, প্রতারক কুদ্দুসের বিরুদ্ধে তারা সাংবাদিকদের সামনে মুখ খুলে ভুল করেছেন। এখন কুদ্দুস বাড়ী বাড়ী যেয়ে ভয় দেখাচ্ছে কারও ঘরে বিদ্যুৎ যাবেনা। এমনকি তাদেরকে বলা হয়েছে তার নিজের আত্নীয় একজন সাংবাদিককে নিয়ে আসবেন তার সামনে বলতে হবে বিদ্যুতের জন্য কোন টাকা পয়সা কারও কাছ থেকে কুদ্দুস নেয়নি। একথা না বললে গ্রামে তাদেরকে বসবাস করতে দিবেননা এমনকি মিথ্যা মামলায় ফাসিয়ে দিবে তাদেরকে বলে জানান স্থানীয়রা।
উল্লেখ পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়ার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক কুদ্দুস। উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গান্ধুলিয়া,উচ্ছেপাড়া ও বাজুয়াগড় এলাকা থেকে ৩শত পরিবারের কাছ থেকে বিদ্যুতের পোল বসানোর নামে ৩ হাজার থেকে ২০হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে। এছাড়া প্রত্যেক বাড়িতে মিটার বসানো শেষ হলে তাকে আরও ৫ হাজার টাকা করে দিতে হবে বলে জানালেন ভুক্তভোগীরা। বিুদ্যৎ দেওয়ার নামে কৃষাণ ও দিনমজুরের টাকা আত্মসাৎ করে সে গড়ে তুলেছে তিনতলা বিশিষ্ট কোটি টাকার আলিশান বাড়ি। স্থানীয়রা জানান, গত দেড় বছর ধরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে কুদ্দুস। ওই গ্রামে কয়েকটি পরিবারের মাঝে বিদ্যুৎ পৌঁছালেও অধিকাংশ পরিবার এখনো আলোর অপেক্ষায়। প্রতারক কুদ্দুসকে তার চাহিদামত টাকা দিলেও সময়মতো বিদ্যুৎ না পেয়ে হতাশায় রয়েছে ওই গ্রামের অনেক পরিবার।
https://youtu.be/u3r3HQGnJlk
সাধারণ মানুষদের হুমকির বিষয়ে জানতে চাইলে প্রতারক কুদ্দুস বলেন,সে কারও হুমকি দেয়নি।এমনকি এলাকার কারও সাথে তার কথা হয়নি।তবে টাকা হাতিয়ে নেওয়ার বিষয় স্বীকার করেছেন তিনি ।