শিক্ষার মান্নোয়নে জননেত্রী শেখ হাসিনা মানসম্মত শিক্ষা ব্যবস্থা চালু করেছেন
সাতক্ষীরায় ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘বাংলাদেশ আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার।
জননেত্রী শেখ হাসিনা মানসম্মত শিক্ষা ব্যবস্থা চালু করেছেন। শিক্ষার মান্নোয়নে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত করণ, শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন, ডিজিটাল ল্যাবসহ শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত পরিবেশ সৃষ্টি করেছেন।’ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মো. ইমাদুল ইসলাম দুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, সদর উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়ণে ৬৬ লক্ষ টাকা ব্যয়ে রাজস্ব বাজেটের (কোর্ড নং-৭০১৬) শীর্ষক প্রকল্পের আওতায় চারতলা ভীতবিশিষ্ট একতলা একােেডমিক ভবনের উদ্বোধন করা হয়। এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহতারি শিক্ষক এস.এম শহিদুল ইসলাম।