সাতক্ষীরায় ১১ কোটি টাকা ব্যয়ে নব-নির্মিত খাদ্য গুদাম উদ্বোধন করলেন
সাতক্ষীরা সদর এলএসডি’র ৫০০ মেঃ টন ধারণক্ষমতা সম্পন্ন নব-নির্মিত ৪টি গুদামের উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৬ মে) সকালে শহরের সুলতানপুরস্থ জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে নব-নির্মিত খাদ্য গুদামের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, সাতক্ষীরা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রেজা, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ, পৌরসভার ০৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুল হক চ ল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, পৌর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা মিল মালিক সমিতির সভাপতি মো. আব্দুস সবুর, আব্দুল খালেক, সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি মোকাদ্দেস খান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ। এস.এন বিল্ডার্স প্রাঃ লিঃ এর ঠিকাদার প্রতিষ্ঠানের শেখ দাউদ হায়দার, প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, প্রকৌশলী মো. মহসীন আলী প্রমুখ। ১.০৫ লক্ষ মেঃ টনঃ গুদাম নির্মাণ প্রকল্পের আওতায় সাতক্ষীরায় খাদ্য মন্ত্রণালয়ের অর্থায়ণে ১১ কোটি টাকা ব্যয়ে ৪টি গুদাম নির্মাণ করা হয়েছে।