সিটি নির্বাচনে বিশৃঙ্খলাকারীদের ছাড় নেই: র্যাব
নির্বাচনে বিশৃঙ্খলাকারী যেই হোক কোনো প্রকারের ছাড় দেয়া হবে না। এ হুঁশিয়ারি দিয়েছেন ময়মনসিংহ র্যাব-১৪ অধিনায়ক লে. কর্নেল এফতেখার উদ্দিন।
শনিবার দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সিটি নির্বাচন সম্পন্ন করতে রোববার র্যাব-১৪ এর পুরো ব্যাটালিয়ানের সদস্যরা মাঠে থাকবে বলে উল্লেখ এ র্যাব কর্মকর্তা বলেন, একমাস ৩৩ ওয়ার্ডে নির্বাচনী নজরদারি শেষে পাঁচ শতাধিক র্যাব সদস্য নিরবচ্ছিন্নভাবে নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবেন।
তিনি আরো বলেন, নির্বাচনী মাঠে দ্বি-স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সাদা পোশাকে ছাড়াও টহল টিমসহ পাঁচ শতাধিক র্যাব সদস্যের পুরো ব্যাটালিয়ান নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবেন। সিটির ৩৩ ওয়ার্ডের প্রত্যেকটিতে অফিসার সমন্বয়ে পর্যাপ্ত র্যাব সদস্য মোতায়েন থাকবে। একই সঙ্গে বিজিপি, আনসার, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সমন্বয়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে।