সাতক্ষীরায় কৃষকদের প্রশিক্ষণ ও বিনামূল্যে বীজ বিতরণ
বিনা উদ্ভাবিত উন্নয়নশীল ও স্বল্প জীবনকাল সম্পন্ন আউশ ধানের জাতসমূহের পরিচিতি এবং আধুনিক চাষাবাদ কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ ও বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে। শনিবার (০৪ ঠা মে) সকালে উপকেন্দ্রের হলরুমে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) উপকেন্দ্রের বাস্তবায়নে, জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট ফান্ড (সিসিটিএফ)’র অর্থায়নে বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আরাফাত তপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের (পিপিসি) অতিরিক্ত সচিব ড. মো. আবদুর রৌফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,‘খরা সহিষ্ণু আউশ ধানের জাত বিনাধান-১৯ চাষাবাদে কৃষক অধিক লাভবান হয়। বিনাধান-১৯ আউশ ও আমন মৌসুমে বৃষ্টি নির্ভর অবস্থায় ডিবলিং পদ্ধতিতে চাষ করা হয়। বীজতলা ও জমি কাদাকরণের প্রয়োজন পড়েনা। জাতটি রোপা আউশ হিসেবেও চাষ করা হয়। কৃষকের কথা ভেবে স্বল্প জীবনকাল ও অধিক ফলনের জন্য বিনা বিভিন্ন ধানের জাত উদ্ভাবন করা হয়েছে। বিনা উদ্ভাবিত জাত চাষাবাদ করে কৃষকরা অধিক ফসল পাচ্ছে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উদ্ভিদ প্রজনন বিভাগ বিনা সিএসও ও বিভাগীয় প্রধান ড. মির্জা মোফাজ্জল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরা জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. নুরুল ইসলাম, ব্রি আ লিক কার্যালয় সাতক্ষীরা পিএসও ও প্রধান ড. মো. ইব্রহিম, বিএডিসি সাতক্ষীরার উপরিচালক মো. নাজিমুদ্দিন, পরিকল্পনা ও উন্নয়ন কোষ, বিনা ময়মনসিং এসএসও ইনচার্জ ড, মো. কামরুজ্জামান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিকল্পনা ও উন্নয়ন কোষ, বিনা ময়মনসিংহ এসএসও ইনচার্জ ড, মো. কামরুজ্জামান।