ফণি মোকাবিলায় প্রস্তুত সাতক্ষীরা
ফণির প্রভাবে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের সবচেয়ে ঝুঁকিপূর্ণ আশাশুনির খোলপেটুয়া নদীর কুড়িকাউনিয়া, প্রতাপনগর এবং দেবহাটার খানজিয়ায় ইছামতী নদীর বেঁড়িবাধে ফাটল দেখা দিয়েছে। এছাড়াও শ্যামনগরের গাবুরা ও পদ্মপুকুর বেড়িবাঁধগুলোও ঝুঁকির মধ্যে রয়েছে।
সাতক্ষীরা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, সাতক্ষীরায় ৭ নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে।
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ডিসি এস.এম মোস্তফা কামাল বলেন, জেলায় ১৬০ আশ্রয়কেন্দ্রে এক লাখ ৩২ হাজার মানুষ অবস্থান করছেন। প্রস্তুত রাখা হয়েছে ১১৮টি মেডিকেল টিম। এছাড়াও তিন ঝুঁকিপূর্ণ উপকূলীয় উপজেলা শ্যামনগর, আশাশুনি ও কালিগঞ্জে সবধরনের প্রস্তুতি রয়েছে।
উপকূলীয় উপজেলাগুলোর জন্য পাঁচ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। প্রত্যেক ইউপিতে মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবক টিম প্রস্তুত, ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার, শুকনা খাবার মজুদ রাখা, ওষুধের পর্যাপ্ততা নিশ্চিতকরণসহ দুর্যোগ মোকাবিলায় সম্ভাব্য সব প্রস্তুতি নিশ্চিত করার কথা জানানো হয়। এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কর্ম এলাকায় থাকতে বলা হয়েছে।