‘ফণি’র প্রভাবে সাতক্ষীরায় শুরু হয়েছে বৃষ্টি:একইসঙ্গে বইছে দমকা হাওয়া

সাতক্ষীরায় শুক্রবার সকাল থেকে ঘূর্ণিঝড় ফণি’র অগ্রবর্তী অংশের প্রভাব শুরু হয়েছে। এরইমধ্যে বৃষ্টি নেমেছে সাতক্ষীরায় । সকাল ১১ টার দিকে এই বৃষ্টি শুরু হয় । একইসঙ্গে বইছে দমকা হাওয়া।

এদিকে ঘূর্ণিঝড় ফণী মোকাবেলা সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ ও সব ধরণের প্রস্তুতি। ফণী মোকাবেলার সার্বিক প্রস্তুতির বিষয়ে শুক্রবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে করেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা.আ.ফ.ম রুহুল হক, পুলিশ সুপার মো.সাজ্জাদুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি আবু আহম্মেদ, সাধারণ সম্পাদক মমতাজ আহম্মেদ বাপ্পী, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, সুভাষ চৌধুরীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীরা।

এ সময় জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল প্রেস ব্রিফিং এ বলেন,সাতক্ষীরার সকল সাইক্লোন সেলটার সহ সরকারি স্কুল কলেজ আশ্রয়ের জন্য খুলে দেওয়া হয়েছে । ইতিমধ্যে অনেক মানুষ এখানে এসে আশ্রয় নিয়েছে ।বাংলাদেশ সরকারে চার মন্ত্রণালয়ের থেকে ৩১৬ মেট্রিক টন চাউল,নগত ১১ লক্ষ টাকা ও ৩২শ প্যাকেট শুকনা খাবার বরাদ্ধ পেয়েছি ।সব গুলো খাবার গুলা ঝুঁকিপূর্ণ এলাকায় পাঠানো হয়েছে । এবং সাড়ে সাত লাখ টাকা সাময়িক ভাবে তাদের মাঝে উপ বরাদ্ধ দেওয়া হয়েছে ।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)