এবার মেসেঞ্জার আসছে ডেস্কটপে
স্মার্টফোনের পর এবার ডেস্কটপ কম্পিউটারের জন্য মেসেঞ্জার আনতে যাচ্ছে সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। ক্যালিফোর্নিয়ার স্যান হোসে-তে অনুষ্ঠিত এফ৮ ডেভেলপার সম্মেলনে এ ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। খবর দ্য ভার্জ।
ফেসবুকের জানায়, ম্যাক ও উইন্ডোজ কম্পিউটারের জন্য আনা হবে মেসেঞ্জার। ফেসবুক থেকে মেসেঞ্জারকে আলাদা করার পর প্রথমে তা মোবাইল ডিভাইসের জন্য উন্মোচন করা হয়েছিল। কারণ ডেস্কটপের চেয়ে মোবাইল ডিভাইস ব্যবহারকারীর সংখ্যা বেশি। এখন ডেস্কটপের জন্য আসছে মেসেঞ্জার।
মেসেঞ্জারের ডেস্কটপ সংস্করণেও মোবাইলের মতো অডিও কল, গ্রুপ ভিডিও কল এবং অন্যান্য ফিচার থাকবে। মূলত ফেইসবুক মেসেঞ্জারের ওয়েব সংস্করণ মেসেঞ্জার ডটকমের ওপর ভিত্তি করেই তৈরি করা হবে মেসেঞ্জার অ্যাপ।
ইতোমধ্যেই ডেস্কটপ অ্যাপের পরীক্ষা চালানো হচ্ছে এবং চলতি বছরের শেষ দিকে এটি বিশ্ব জুড়ে উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে ফেসবুক।