আশাশুনিতে ঘূর্ণিঝড় ফণি মোকাবেলায় ব্যাপক প্রস্ততি গ্রহণ
আশাশুনিতে ঘূর্ণি ঝড় ‘ফণি’ মোকাবেলায় উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও সিপিপি’র পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এ উপলক্ষে বিশেষ জরুরী সভা করেছে। উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিমের সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, বুধহাটা ইউপি চেয়ারম্যান আবম মোছাদ্দেক, পিআইও সোহাগ খান, কৃষি অফিসার রাজিবুল হাসান, আরডিও বিশ^জিৎ ঘোষ, নির্বাচন অফিসার সাইফুর রহমান, পল্লী বিদ্যুতের এজিএম মধূসুদন রায়, উপ সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, সহ-শিক্ষা অফিসার ইদ্রিস আলি, আ’লীগ নেতা রফিকুল ইসলাম মোল্যা, প্রেসক্লাব সভাপতি এসএম আহসান হাবিব, সিপিপি টীম লিডার আঃ জলিল, ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার সুজিৎ হালদার প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সকল সরকারি কর্মচারীর ছুটি বাতিল, কন্ট্রোল রুম খোলা, সকল আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা, সম্ভাব্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মজুদ রাখা, মসজিদ/সিপিপি কর্মীদের মাধ্যমে মাইকে সংকেৎ প্রচার, স্বেচ্ছাসেবক টীম প্রস্তুত রাখাসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। কন্ট্রোল রুমে মোবাইল নং- ০১৭১৯৫৩৭১৩২। সকল প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। বুধহাটাসহ সকল ইউনিয়নে সিপিপির উদ্যোগে জনসচেতনতা মুলক কাজ করা হচ্ছে। সংকেৎ পতাকা উত্তোলন, ও মাইকিং ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। বুধহাটা সিপিপি টীম লিডার ফারুক হোসেন লেলিনের নেতৃত্বে ৯টি ওয়ার্ডে টিম লিডারদের নিয়ে সংকেৎ পতাকা উত্তোলন, মাইকিং করা হচ্ছে। সচেতনতার পাশাপাশি বৃদ্ধ, শিশু, গর্ভবতী মাদেরকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার জন্য জোর কার্যক্রম চালানো হচ্ছে।