বার্সেলোনার হয়ে মেসির ৬০০ গোল
মেসির জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে লিভারপুরকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। ফ্রি-কিক থেকে করা তার দ্বিতীয় গোলটি ছিল চোখ ধাঁধাঁনো।
যে গোলটিতে দারুণ এক মাইলফলকও স্পর্শ করেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ক্লাব ক্যারিয়ারে ৬০০ গোলের কীর্তি হয়ে গেছে তার।
বুধবার ঘরের মাঠে লিভারপুলকে ৩-০ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। লুইস সুরায়েজ একটি ও মেসি জোড়া গোল করেন। ৮২ মিনিটে ফ্রি-কিক থেকে করা তার দ্বিতীয় গোলটি ছিল অসাধারণ। যে গোলের মধ্যদিয়েই মাইলফলক গড়েন মেসি।
ইতিহাসে মাত্র সপ্তম খেলোয়াড় হিসেবে ৬০০ গোলের মাইলফলক গড়লেন মেসি। দিন তিনেক আগেই ক্লাব ক্যারিয়ারে ৬০০ গোল পূরণ করেন ক্রিস্তিয়ানো রোনালদো।
১৪ বছর আগে ভালবাসতের বিপক্ষে মেসি করেছিলেন নিজের প্রথম গোল। দিনটি ছিল ২০০৫ সালের ১মে। কাকতালীয়ভাবে ১৪ বছর পর সেই একই দিনে ৬০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন মেসি। ক্লাব ক্যারিয়ারে শুরু থেকেই বার্সেলোনার হয়ে খেলে চলেছেন মেসি।