মহান মে দিবসে ভোমরা স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নানা আয়োজনে পালিত হয়েছে মহান মে ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। দিবসটি উপলক্ষে বুধবার দুপুরে ভোমরা স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সকল শ্রমিকদের অংশগ্রহণে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় শ্রমিক নেতাদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে বন্দরের প্রধান সড়ক সমুহ প্রদক্ষিণ করে।
পরে ভোমরা রাশিদা বেগম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি আনারুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ মুনসুর আহমেদ, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন-অর-রশিদ, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবু, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশে বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম তানভীর হুসাইন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এইচএম আরাফাত, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসরাইল গাজী, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর।
এ সময় ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (১১৫৫) সাধারণ সম্পাদক মাসুদ আলম, ১১৫৯ এর সভাপতি এরশাদ আলী, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ১৭২২’র সভাপতি গোলাম কওছার, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, ১৯৬৪’র সভাপতি আশরাফুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনজু সহ চারটি শ্রমিক সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।