আশাশুনিতে মোবাইল কোর্টে জরিমানা
আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
পবিত্র রমজানকে সামনে রেখে দ্রব্য মূল্য স্থিতিশীল রাখা, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ ও ন্যয্য মূল্যে মালামাল বিক্রয় নিশ্চিত করতে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা আশাশুনি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। বাজারের মুদি ব্যবসায়ী হারুন অর রশিদের ‘বাপ্পী স্টোরে’ মালামালের মূল্য তালিকা প্রদর্শন না করায় আদালতে তাকে ভোক্তা অধিকার আইন-২০০৯ মোতাবেক ৫০০ টাকা জরিমানা করা হয়। আগামীতে নিয়মিত আদালত পরিচালনা করা হবে বলে জানাগেছে। এ সময় একজন পুলিশ কর্মকর্তাসহ অন্যরা তার সাথে ছিলেন।
Please follow and like us: