আশাশুনির ছাগল চোর কোমরপুরে আটক
আশাশুনি উপজেলার চিহ্নিত চোর চোরাই ছাগল ও মালামালসহ সদর উপজেলার কোমরপুর (কানা বুড়ির মোড়) নামক স্থানে ধরা পড়েছে। মঙ্গলবার ব্রহ্মরাজপুর (ধুলিহর) পুলিশ ফাঁড়ির এসআই হাসান চোরদের আটক করেন।
কুল্যা গ্রামের মৃত শামছুর সরদারের ছেলে শরিফুল, শহিদ মিন্ত্রীর ছেলে সুজন দীর্ঘদিন ধরে মাদক সেবন, মাদকের কারবার ও ছাগল চুরিসহ চোরাই কারবারের সাথে জড়িত। মঙ্গলবার দুপুর ১ টার দিকে তারা বেউলা এলাকা থেকে একটি ছাগল চুরি করে চোরাই চার্জার ভ্যানে ছাগল নিয়ে সাতক্ষীরার দিকে নিয়ে যাচ্ছিল। বেলা ৪ টার দিকে তারা কোমরপুর কানাবুড়ির মোড়ে পৌছে ব্যবসায়ী তায়জুদ্দিন সরদারের কাছে ছাগল বিক্রয়ের জন্য দরাদরি কালে তাদের সন্দেহ হলে ব্রহ্মরাজপুর (ধুলিহর) পুলিশ ফাঁড়িতে খবর দেন।
এসআই হাসান ঘটনাস্থলে পৌছে ভ্যান ও ছাগলসহ চোর শরিফুল ও সুজনকে আটক করেন। পুলিশের কাছে তারা চুরির কথা স্বীকার করেছে বলে জানাগেছে। ৩/৪ দিন আগে তারা কাদাকাটি ইউনিয়নের হলদেপোতা ব্রীজ এলাকা থেকে আরও ২টি ছাগল চুরি করে এনে বুধহাটায় ফেদুর কাছে একটি ৪২০০ টাকা ও অপরটি অন্য একজেনর কাছে ৪০০০ টাকা বিক্রয় করে বলে জানাগেছে।