অবৈধ দখল চেষ্টার প্রতিকারে সংবাদ সম্মেলন
কোবালা দলিল মূলে খরিদা ও দখলি সম্পত্তিতে মাদরাসা নির্মাণের নামে অবৈধ দখল চেষ্টার প্রতিকারের দাবীতে আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলার আনুলিয়া ইউনিয়নের উত্তর একসরা গ্রামের আমজেদ গাজীর ছেলে শহিদুল গাজী লিখিত বক্তব্য ও বিভিন্ন প্রশ্নের জবাবে জানান, উত্তর একসরা মৌজায় ১৮৩ খতিয়ানে ৮০২ দাগে, এসএ খতিয়ান ২৩৮, দাগ নং ৮১২-এ তার ১৯ শতক ক্রয়কৃত জমি রয়েছে। যেখানে তিনি ধান চাষাবাদ করে শান্তিপূর্ণ ভাবে ভোগদখলে আছেন। গত ২৮/০৪/১৯ তারিখে রাত্র ১০ টার দিকে তিনি ও তার লোকজন উত্তর একসরা সাকিনস্থ হাজরার কোনা নামক বিলে পাকা রাস্তার পাশে ওয়াজ মাহফিল শুনতে যান।
সভা শুনার এক পর্যায়ে তিনি লক্ষ্য করেন, মাহফিলের পাশে তার জমিতে ইটদ্বারা ভিত্তি প্রস্তুর স্থাপন করা হচ্ছে। তারা ঘটনাস্থলে গিয়ে জানতে চাইলে একই গ্রামের মৃত জিয়াদ সরদারের ছেলে আলমগীর, সলেমান গাজীর ছেলে কামাল ও কবির, ছবিল গাজীর ছেলে হান্নান, ছলেমান গাজীর ছেলে জামাল, মোস্তফা গাজীর ছেলে মহাসিন ও মোস্তফা গাজী জানান, তারা হাফিজিয়া মাদরাসা তৈরি করছে।
কেন করা হচ্ছে তার কোন জবাব না দিয়ে তারা জোরপূর্বক কাজ চালাতে থাকলে বাধা দিলে আলমগীরের নেতৃত্বে তারা বাঁশের লাঠি, লোহার রড ও ৫ ব্যাটারীর বড় টর্চ লাইট দিয়ে তাদের (শহিদুল) উপর ব্যাপক আক্রমন চালিয়ে আঃ মাজেদকে রক্তাক্ত জখম করে। স্বামীকে বাঁচাতে স্ত্রী ৪ মাসের অন্তঃস্বত্তা সোনাভান খাতুন এগিয়ে গেলে পেটে লাথি মেরে গুরুতর আহত ও শ্লীলতা হানি ঘটিয়ে গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়া হয়। স্বাক্ষী ও মাহফিলের লোকজন সেখানে গেলে হামলাকারীরা হুমকী ধামকী দিয়ে কেটে পড়ে। আহত আঃ মাজেদ ও তার স্ত্রীকে জায়গীর মহল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিআর ৬২/১৯ মামলার আসামী কামাল ও কবির প্রকাশ্যে অপরাধ তৎপরতা চালিয়ে তাদেরকে হুমকী ধামকী অব্যাহত রেখেছে।
এ ব্যাপারে থানায় লিখিত এজহার দাখিল করা হয়েছে বলে জানিয়ে তিনি অপরাধীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ ও অবৈধ দখল তৎপরতার প্রতিকারে সকলের সহযোগিতা কামনা করেন।