কলারোয়া বাজারের শিমুল ষ্টোরে সন্ত্রাসীরা হামলায় আহত-২
সোমবার সকাল ৮টার দিকে সাতক্ষীরার কলারোয়া বাজারের বিশিষ্ট মুদিখানা ব্যবসায়ী শিমুল ষ্টোরে সন্ত্রাসীরা হামলা করেছে। এসময় ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিভিন্ন মালামাল তছরুপ করে ক্যাশ ড্রায়ার ভেঙ্গে নগদ ২লাখ টাকা চুরি করে নিয়েছে সন্ত্রাসীরা। এতে বাধা দিতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিখার হন শিমুল ষ্টোরের স্বত্বাধিকারী শেখ জাকির হোসেন (৪৫) ও তার কলেজ পড়ুয়া ছাত্র তানভীর হোসেন (২০)।
গুরুত্বর জখম অবস্থায় কলেজ ছাত্র তানভীর হোসেনকে উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এবিষয়ে শিমুল ষ্টোরের স্বত্বাধিকারী শেখ জাকির হোসেন সাংবাদিকদের জানান-পূর্বশত্রুতার জের ধরে পৌর বাজারের মৃত শেখ মোয়াজ্জেম হোসেনের ছেলে হুমায়ন কবীর শিমুল ও মৃত শেখ মফজুল হোসেনের ছেলে মেহেদী হাসান মিন্টু পূর্বপরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তার দোকানে হামলা করে। তারা হামলার সময় নগদ ২লাখ টাকা ক্যাশ ড্রায়ার ভেঙ্গে চুরি করে নেয়। এসময় তাদের তান্ডপে দোকানের বিভিন্ন ধরনের মালামাল নষ্ট হয়ে যায়।
এতে প্রায় ৫০/৬০হাজার টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়। এদিকে এই হামলাকারীদের অব্যাহত হুমকিতে জীবনের নিরাপত্তাহীনতায় রয়েছে বলে দাবী করেন শিমুল ষ্টোরের স্বত্বাধিকারী শেখ জাকির হোসেন। তিনি সুষ্ঠু বিচারের দাবীতে স্থানীয় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।