সাতক্ষীরায় বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ পণ্য আটক
সাতক্ষীরায় চলছে বিজিবির চোরাচালান বিরোধী নিয়মিত অভিযান । গত রোববার ও আজ সোমবার দুইদিন ব্যাপী ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এ অভিযান পরিচালনা করে । অভিযানে ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, পঁচা গরুর মাংস, শ্যাম্পু, গরু এবং বাংলাদেশী মেলামাইন সামগ্রী আটক করা হয়।
সাতক্ষীরার ৩৩ বিজিবির সূত্রে জানা যায়,সিমান্তের গাড়াখালী,কুঠিবাড়ী,লক্ষীদাড়ী,ভাদিয়ালী,কালিবাড়ী,নাটি জংগল ও কামারবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল , ০১ কাটুন বাংলাদেশী মেলামাইন , ১৫০ গ্রাম ভারতীয় গাঁজা, ১০০ কেজি ভারতীয় পঁচা গরুর মাংস ,১৮ বোতল ভারতীয় ফেন্সিডিল, ভারতীয় ভিভেল শ্যাম্পু,ও ০৪টি ভারতীয় গরু আটক করে।
এইসময় সর্বমোট ৪,০৭,৭৭৫/- (চার লক্ষ সাত হাজার সাতশত পঁচাত্তর) মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় চোরাচালানী মালামালসহ ০২ জন আসামী আটক করতে সক্ষম হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার,এসকল আটকের কথা নিশ্চিত করেন।