কালিগঞ্জে আর টি আই বিষয়ে সংলাপ অনুষ্ঠিত
দি-হাঙ্গার প্রোজেক্টের আয়োজনে কালিগঞ্জে আর টি আই বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১ টায় কালিগঞ্জ অফিসার্স ক্লাবে সুজন উপজেলা শাখার সভাপতি পিপিজি গ্রুপের অ্যাম্বাসেডর শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন ,কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জেসিয়া জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন সুলতানা, উপজেলা নির্বাচন কর্মকর্তা জামিরুল হায়দার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিম, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মনোজিত কুমার মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, সুজন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক হেদায়েত হোসেন, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, পিপিজি গ্রুপের অ্যাম্বাসেডর সাংবাদিক হাফিজুর রহমান শিমুল, দৃষ্টিপাত পত্রিকার উপজেলা ব্যুরো প্রধান আশিক মেহেদী, সুজনের উপজেলা সাংগঠনিক সম্পাদক শেখ মোদাচ্ছের হোসেন জান্টু,সদস্য এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, দি হাঙ্গার প্রজেক্টের খুলনা অফিসের একাউন্স অফিসার সত্যজিৎ দেবনাথ, সাতক্ষীরা জেলা তথ্য অধিকার সহায়ক আনিসুর রহমান, ইউনিয়ন সমন্ময়কারী শাহিনুর রহমান প্রমুখ।
দিনব্যাপী সংলাপে তথ্য অধিকার কি? তথ্য অধিকার কেন প্রয়োজন? তথ্য কি? তথ্য অধিকারের সাথে সংশ্লিষ্ট পক্ষ সমূহ, তথ্য প্রদানকারী ইউনিট সমূহসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়। আর টটি আই বিষয়ে মুল বিষয় আলোকপাত করেন দি হাঙ্গর প্রোজেক্টের গণগবেষনা ইউনিটের ফেসিলেটেটর মাহমুদুল হাসান রাসেল। সংলাপ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজন এর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু।