সখিপুর বাজার ইজারাদারের অতিরিক্ত টোল আদায়ে অতিষ্ঠ ক্ষুদ্র ব্যবসায়ীরা
দেবহাটার সখিপুর বাজার ইজারাদারদের অতিরিক্ত টোল আদায়ে অতিষ্ঠ হয়ে উঠেছে কাচা বাজারের তরকারি, মাছ, মাংস ব্যবসায়ী ও ক্রেতা থেকে শুরু করে বাজার বহির্ভূত পেরিফেরি এলাকার বাইরের বাঁশ, গোলপাতা সহ অন্যান্য মালামালের ক্ষুদ্র ও নিরীহ ব্যবসায়ী এবং ক্রেতারা।
এঘটনায় রবিবার বাজারটির ইজারাদার উত্তর সখিপুরের বাদেল গাজীর ছেলে আব্দুস সালাম, একই গ্রামের মৃত কেরমত সরদারের ছেলে শহিদুল সরদার, মৃত অমেদ আলীর ছেলে পিরুল, মৃত মোহর সরদারের ছেলে শওকাত হোসেন ও সাবুর আলীর বিরুদ্ধে এসকল বাঁশ ও গোলপাতার ক্ষুদ্র ব্যবসায়ীরা দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
চলতি বাংলা ১৪২৬ সনের জন্য সখিপুর বাজারটির ইজারা নেয়া ইজারাদার ও তাদের লোকজন বাজারের তরকারি, মাছ, মাংস সহ অন্যান্য ব্যবসায়ী সহ ক্রেতাদের থেকে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে নির্ধারিতের চেয়ে বহুগুণ বেশি টোল/খাজনা আদায় করা বর্তমানে অতিষ্ঠ হয়ে উঠেছে বাজারটির সকল ব্যবসায়ীরা।
তাছাড়া কেবলমাত্র ইজারাকৃত বাজারটির পেরিফেরি এলাকার অভ্যন্তরীণ ব্যবসায়ীদের থেকে সরকার নির্ধারিত হারে টোল/খাজনা আদায়ের নির্দেশনা থাকলেও, সংশ্লিষ্ট ইজারাদার আব্দুস সালাম সহ উল্লেখিত ব্যক্তিরা ইজারাকৃত বাজারের পেরিফেরি এলাকা বহির্ভূত ব্যক্তি মালিকানাধীন সখিপুর লাইট হাউজ মার্কেটের উত্তর পাশের ঘর ও জায়গা ভাড়া নিয়ে ব্যবসা পরিচালিত বাঁশ ব্যবসায়ী এবং দক্ষিণ পাশের গোলপাতা ব্যবসায়ী সহ সাধারণ ক্রেতাদের থেকেও চড়া হারে বেআইনিভাবে টোল/খাজনা আদায়ে মরিয়া হয়ে উঠেছে।
সরকারি নিয়ম মোতাবেক কাঁচা বাজারের পাইকারি তরকারি ব্যবসায়ীদের প্রতি কুইন্টাল (১০০ কেজি) বিক্রিত মালামালের বিপরীতে ১৫ টাকা খাজনা আদায়ের নিয়ম থাকলেও সংশ্লিষ্ট ইজারাদার এবং তাদের লোকজন এসব ব্যবসায়ীদের মাত্র ৫শ টাকার বিক্রিত মালামালের জন্য চড়া হারে আদায় করছে ১৫ টাকা। একই সময়ে এসব পাইকারী কাচামালের দোকান থেকে যেসব ক্ষুদ্র তরকারি ব্যবসায়ীরা কাঁচামাল ক্রয় করছেন তারদের থেকে ভ্যানপ্রতি দ্বিতীয় দফায় অতিরিক্ত টোল/খাজনা আদায় করা হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। আর এসব ইজারাদারদের দাবীকৃত অতিরিক্ত টোল/খাজনার টাকা দিতে অস্বীকৃতি জানালে অকথ্য ভাষায় গালিগালাজ সহ তাদের হুমকি ধামকিতে সাধারণ ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা চরমভাবে বাঁধাগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।
তাই ইজারাদার চক্রের অত্যাচার থেকে রেহাই পেতে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপ দাবী করেছেন ভুক্তভোগী সাধারণ ব্যবসায়ীরা। এব্যাপারে দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি বলেন, ইজারাকৃত বাজারের আওতার বাইরে অর্থাৎ পেরিফেরি এলাকার বাইরে কোন ব্যবসায়ী বা ক্রেতাদের থেকে জোর পূর্বক টোল/খাজনা আদায় করা যাবেনা। তাছাড়া সরকারি নির্ধারিতের অতিরিক্ত হারে টোল আদায় করা হলে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।