কলারোয়া উপজেলা ‘দুপ্রক’র বিভাগীয় শ্রেষ্ঠত্বের পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট লাভ
কলারোয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি খুলনা বিভাগীয় শ্রেষ্ঠত্বের প্রথম স্থানধারীর পুরষ্কার ও সম্মাননা ক্রেস্ট লাভ করেছে। রোববার যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ পুরষ্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এ,এফ, এম আমিনুল ইসলাম। খুলনা বিভাগের শ্রেষ্ঠ জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মাঝে এ পুরস্কার কিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক আবদুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক মো: মনিরুজ্জামান, যশোর পুলিশ সুপার মো: মইনুল হক, খুলনা বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের পরিচালক নাসিম আনোয়ার। দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এ,এফ, এম আমিনুল ইসলাম বিভগীয় শ্রেষ্ঠত্বের প্রথম স্থানধারী কলারোয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রত্যেক সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে উপজেলা কলারোয়া দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আখতার আসাদুজ্জামান চান্দুসহ শ্রেষ্ঠ জেলা ও উপজেলা পর্যায়ের সভাপতিগণ বক্তব্য দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব কাজী শামসুর রহমান ও লতিফা আখতার, সদস্য জাহিদুর রহমান খান চৌধুরী, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, উৎপল কুমার সাহা, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম ও সহকারী অধ্যাপক এএইচএম কামরুজ্জামান পলাশ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সমাজসেবক নুরুল ইসলাম, সাংবাদিক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, আতাউর রহমান, এমএ সাজেদ, আসাদুজ্জামান আসাদ, মাস্টার সিরাজুল ইসলাম প্রমুখ।