বিড়ালের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় যুদ্ধ ঘোষণা!
নরম পশমযুক্ত বিড়াল দেখতে অনেক আকর্ষণীয় ও মায়াবী হয়। তা সত্ত্বেও বিড়ালকে অস্ট্রেলিয়ার প্রধান শত্রু হিসেবে বিবেচনা করা হয়। দেশটিতে প্রায় ২০ থেকে ৬০ লাখ বিড়াল রয়েছে। এগুলোর কোনো মালিকানা নেই।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, অস্ট্রেলিয়ায় বেওয়ারিশ বিড়ালের হাত থেকে রক্ষা পেতে ২০২০ সালের মধ্যে দেশটিতে প্রায় ২০ লাখ বিড়াল হত্যার পরিকল্পনা নেয়া হয়েছে।
জানা গেছে, বেওয়ারিশ বিড়ালগুলো প্রতিদিন প্রায় ১০ লাখ পাখি ও ১৭ লাখ সরীসৃপ মেরে ফেলছে। শুধু তাই নয়, বিড়ালের কারণে ইঁদুর ও খরগোশের মতো অন্যান্য প্রজাতিও হুমকিতে রয়েছে।
পরিবেশ ও জ্বালানি বিভাগের মুখপাত্র অ্যান্ড্রিউস জানান, বিড়াল অপছন্দের কারণে এগুলোকে ধ্বংস করার চিন্তা করা হচ্ছে না, বরং অন্যান্য প্রজাতি রক্ষায় এ অভিযান চালানো হবে।
অস্ট্রেলিয়ার কিছু এলাকা আছে যেখানে প্রশাসনিকভাবে বিড়ালের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় নগরী কুইন্সল্যান্ডে বিড়াল নিধনে একটি কাউন্সিলও আছে।
এদিকে শুধু অস্ট্রোলিয়াতেই বিড়াল বিরোধী নীতি দেখানো হয়, তা কিন্তু নয়। পার্শ্ববর্তী দেশ নিউজিল্যান্ডের একজন খ্যাতনামা পরিবেশবিদ বিড়ালমুক্ত নিউজিল্যান্ডের প্রস্তাব দিয়েছেন। তার প্রস্তাবে দেশটির পোষা ও বন্য সব বিড়াল নিধনের পরামর্শ দেয়া হয়েছে।