সাতক্ষীরায় আগামী সোমবার আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত হবে নানা আয়োজনে
নৃত্য হচ্ছে মানুষের মনোজাগতিক প্রকাশভঙ্গী। কেননা নৃত্য ও এর ভাষা কাজ করে একসূত্রে।
আগামী ২৯ এপ্রিল সোমবার আন্তর্জাতিক নৃত্য দিবস। ১৯৯২ সালে দিবসটি ইউনেস্কোর স্বীকৃতি লাভ করে। এরই ধারাবাহিকতায় ১৯৯৫ সাল থেকে বাংলাদেশে পালিত হয়ে আসছে বিশ্ব নৃত্য দিবস। বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা, সম্মাননা প্রদান ও নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী দিবসটি উদযাপন করবে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি, দীপালোক একাডেমি , বর্ণমালা একাডেমি, শিল্পায়ন , খ্রিষ্টান কালচারাল সহ পাঁচটি নৃত্য একাডেমি ।
বিশ্ব নৃত্য দিবস উদযাপন উপলক্ষে আজ সন্ধ্যায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে নৃত্য সংগঠন গুলোর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় ২৯ এপ্রিল সোমবার সকালে শহীদ আলাউদ্দিন চত্বর থেকে প্রেসক্লাব পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা , সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে নৃত্য অনুষ্ঠান সহ আলোচনা ও সম্মাননা প্রদান করা হবে ।
আজকের আলোচনা সভায় সভাপতিত্ব করেন , সাতক্ষীরা নৃত্য শিল্পী সংস্থার সভাপতি নাসরিন খান লিপি । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দীপালোক একাডেমির পরিচালক বরুণ ব্যানার্জী , শিল্পকলা একাডেমির সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টন , লিনেট ফাইন আর্টসের পরিচালক আবু আফফান রোজবাবু , বর্ণমালা একাডেমির পরিচালক শামিমা পারভিন রত্না এছাড়া নাহিদা পারভিন পান্না , সুজন কুন্ডু , তহমিনা খাতুন , সুমাইয়া পারভিন ঝরাম, লিটন শিকদার প্রমুখ ।