দেবহাটায় পুকুরের পানিতে ডুবে গৃহবধূর রহস্য জনক মৃত্যু
সাতক্ষীরা দেবহাটায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে অঞ্জনা রায় (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
অঞ্জনা রায় দেবহাটা উপজেলা হাদিপুর গ্রামের দেবব্রত রায়ের স্ত্রী। স্থানীয়রা জানান , শনিবার দুপুরে দিকে গোসল করতে পার্শ্ববর্তী পুকুরে যায় অঞ্জনা রায়। কিন্তু সময়মতো গোসল থেকে ফিরে না আসায় তার শাশুড়ি সহ পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করে।
একপর্যায়ে অঞ্জনা রায়ের দেহটি পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা বলেন , সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে । তবে ঘটনা রহস্য জনক হওয়ায় তদন্ত চালছে ।
Please follow and like us: