কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ঘুষুড়ী গ্রামের মৃত বাহার আলীর শেখের পুত্র।
বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন বুধবার (২৪ এপ্রিল) বুধবার রাত ৯ টার সময় বার্ধক্যজনিত কারণে তার নিজস্ব বাস ভবনে মৃত্যুবরণ করেন (ইন্নানিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি এক স্ত্রী ও ৩ পুত্রসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন
তিনি ভারতের বিহার চাকুরিয়া হতে প্রশিক্ষণ গ্রহণ করে ৯ নং সেক্টর বৃহত্তর খুলনার সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন নুরুল হুদার অধীনে সাতক্ষীরা জেলার উকশা, দুদলি, পাউখালী, পিরোজপুরসহ বিভিন্ন স্থানে যুদ্ধ করেন। পরে তিনি সাতক্ষীরা জেলার রাজারবাগান মিলিশিয়া ক্যাম্প ক্যাপ্টেন শফিউল্লার নিকট যুদ্ধাস্ত্র জমা দেন।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ২ টায় উপজেলার উজিরপুর মৎস সেড জামে মসজিদ প্রাঙ্গণে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিসনার (ভূমি) সিফাত উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার দেয়ার পর জানাযা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
পরে, জেলা প্রশাসক সাতক্ষীরার ত্রাণ তহবিল থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন প্রাপ্ত ১০ হাজার টাকা শোকাহত পরিবারের নিকট হস্তান্তর করেন।