কলারোয়ায় প্রশ্নসেট আপলোড বিষয়ক কর্মশালা
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর আয়োজিত প্রশ্নসেট আপলোড বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলারোয়ার সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এর সচিব প্রফেসর তবিবার রহমান। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক হারুন-অর-রশিদ।
অনুষ্ঠানের বিশেষ অতিথি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এর পরীক্ষা নিয়ন্ত্রক ও পরিচালক (প্রশ্নব্যাংক) প্রফেসর মাধবচন্দ্র রুদ্র উপস্থিত হতে না পারলেও মোবাইল ফোনযোগে কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন ও কর্মশালার বিষয়বস্তুর ওপর সংক্ষিপ্ত বক্তব্য দেন। প্রশ্ন ব্যাংকের মাধ্যমে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে প্রশ্নব্যাংক আপডেট ভার্সনে প্রশ্নসেট আপলোড বিষয়ে কর্মশালায় বিস্তারিতভাবে অবগত করানো হয়। কর্মশালায় সৃজনশীল প্রশ্নপত্রের কাঠামো অনুসারে প্রশ্নপত্রের আপলোড সফটওয়ার তৈরি করার পদ্ধতি দেখিয়ে দেওয়া হয়। টেকনিক্যাল প্রশিক্ষণ প্রদান করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এর উপ-সহকারী প্রকৌশলী কামাল হোসেন ও প্রোগ্রামার জাকির হোসেন। কর্মশালায় সভাপতিত্ব করেন সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু। কর্মশালায় ২৫টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আইসিটি শিক্ষকগণ অংশগ্রহণ করেন। কর্মশালায় অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশীদ, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, সোনারবাংলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনজুয়ারা খাতুন, নতুনহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোয়জ্জেম হেসেন, প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক রুহুল আমিন, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, জিয়াউল হক, আতাউর রহমান লাভলু, মাধ্যমিক শিক্ষা অফিসের শেখ জাহিদ হাসান, সমর দেবনাথ প্রমুখ।