তালা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
তালা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে তালা মহিলা ডিগ্রী কলেজ হলরুমে উক্ত কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ অব বাংলাদেশ (কালব), এর সহযোগিতায় এবং তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক ও শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সম্পাদক মুকুন্দ কুমার রায়’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাপড়ী, যশোর-খুলনা জেলার কাল্ব ব্যবস্থাপনা লিঃ এর মোঃ শাহিনুল ইসলাম, জেলা প্রোগ্রাম কাল্ব লিং এর খুলনা সুজয় কুমার বুস, অধ্যক্ষ কামরুল ইসলাম প্রমুখ।
এসময় প্রধান অতিথি সবাই কে নিয়মিত সঞ্চয় ও ঋণ পরিশোধের আহবান জানান এবং নতুন ঋণের ক্ষেত্রে বিভিন্ন দিক নির্দেশনা দেন। অনুষ্ঠান শেষে ইউনিয়নের কৃতি সন্তানদের পুরস্কার প্রদান করা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ এর সদস্য হামিদা বানুর মরনোত্তর ঋণ মওকুপ করা এবং উপস্থিত সদস্যদের মধ্যে লটারির মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়।