আশাশুনিতে সমতা প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
আশাশুনিতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর নতুন প্রকল্প ‘সমতা’ এর অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ওয়াটার, স্যানিটেশন ও হাইজিং (ওয়াশ) কর্মসূচির আওতায় ‘সমতা’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পন কর্মকর্তা ডাঃ অরুন কুমার ব্যানার্জী, শিক্ষা অফিসার মোসাঃ শামসুন্নাহার, প্রজেক্ট অফিসার হারুন অর রশিদ, একাউন্ট অফিসার হুমায়ুন কবির, ডিআরআরএ এর ডিআইএ সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। কর্মশালায় সমতা প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি, উপজেলার বর্তমান ওয়াটার, স্যানিটেশন ও হাউজিং (ওয়াশ) অবস্থা, প্রকল্পের কৌশল/পন্থা এবং মূল কার্যক্রম, প্রকল্পের কার্যক্রম কার্যকরী ভাবে বাস্তবায়নে বিভিন্ন স্টেকহোল্ডাদের দায়িত্ব ও কর্তব্য, কার্যক্রমের মনিটরিং প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। সবশেষে কর্মপরিকল্পনা তৈরি করা হয় ও সামপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।