জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৯ উদযাপন ও কৃষি কুইজ প্রতিযোগিতা
আজ বৃহস্পতিবার জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত হলো শ্যামনগর থানার ৯ নম্বর বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে।
নবযাত্রা ও ওয়ার্ল্ড ভিশন আয়োজনে, বুড়িগোয়ালিনী ইউনিয়নের চাষিদের নিয়ে খাদ্য পুষ্টি এই সচেতন মূলক প্রশিক্ষণ হয়ে গেল অত্র ইউনিয়ন পরিষদের হলরুমে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল। উক্ত অনুষ্ঠানে স্বাস্থ্য সচেতন মূলক বক্তব্য দেন অত্র ইউনিয়নের স্বাস্থ্য অর্গানাইজার জি এম জিললুর রহমান। অত্র ওয়ার্ডের মেম্বার কৃষ্ণপদ মন্ডল।
আরো উপস্থিত ছিলেন নব-যাত্রার বুড়িগোয়ালিনী ইউনিয়ন ইউনিটের সকল কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে চাষিদেরকে জৈব চাষে ফিরে আসার জন্য বিশেষভাবে আহ্বান করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, অত্র অর্গানাইজেশনের প্রধান মোহাম্মদ মানিক। সবার শেষে কুইজ প্রতিযোগিতা যারা উত্তীর্ণ হন, তাদের সকলের কে একটা করে হটপট প্রদান করেন।