খুতবায় জঙ্গিবাদের বিরুদ্ধে বলুন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জুমার খুতবায় জঙ্গিবাদের কুফল তুলে ধরুন। আমরা শান্তি চাই। দেশে শান্তি থাকলে অবশ্যই উন্নয়ন হবে। তিনি বলেন, জঙ্গিবাদ শুধু বাংলাদেশে নয়, সারাবিশ্বে জঘন্য কার্যক্রম চালানো হচ্ছে। কয়েকদিন আগে নিউজিল্যান্ডে মসজিদে প্রবেশ করে মুসল্লিদের হত্যা করা হয়। শ্রীলংকায় বোমা হামলায় কত মানুষের প্রাণ গেল।

প্রধানমন্ত্রী বলেন, নিষ্পাপ শিশুরাও জঙ্গিবাদের ছোবল হাত থেকে রক্ষা পাচ্ছে না। জঙ্গিদের হাত থেকে রক্ষা পেলো না আমাদের শিশু জায়ানও।

বৃহস্পতিবার রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে নতুন বিরতিহীন ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’ উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নিরীহ মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না। হত্যার মাধ্যমে কাউকে বিচারের অধিকার দেয়নি ইসলাম। বিচার করবেন শুধু রাব্বুল আল আমিন।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সেরে মাধ্যমে ট্রেনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরুতে রেলের ওপর সংক্ষিপ্ত তথ্য উপস্থাপন করেন রেল মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জল হোসেন। রাজশাহী প্রান্তে বক্তব্য দেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও রাজশাহীর মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন।

প্রধানমন্ত্রী ট্রেনটি উদ্বোধনের পর তার বক্তব্যে বলেন, রাজশাহীর উন্নয়ন শুরু হয়েছে। পুরো উত্তরবঙ্গেই আমরা উন্নয়ন করতে চাই। এরইমধ্যে আমরা উত্তরবঙ্গের মঙ্গা কাটিয়ে উঠেছি। এখন যে ১০০টি শিল্পাঞ্চল করছি, সেগুলোর মধ্যে বেশকিছু থাকবে উত্তরাঞ্চলে।

তিনি বলেন, নতুন ট্রেন উদ্বোধন হওয়ায় রাজশাহীর মানুষ এখন পাঁচ ঘণ্টায় ঢাকা-রাজশাহী যাতায়াত করবেন। সামনে ঈদ এবং জৈষ্ঠ মাস, পাকা আম। এ দুটি মিলে নতুন ট্রেন উদ্বোধন কার্যকর হবে।

উদ্বোধনের পর ট্রেনটি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। আনুষ্ঠানিকতার কারণে বনলতার প্রথম দিনের যাত্রায় কোনো মূল্য নেয়নি রেলওয়ে। শনিবার থেকে নির্ধারিত মূল্য এবং সময়সূচি অনুযায়ী চলবে বনলতা।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ‘বাংলাদেশ রেলওয়ের জন্য মিটারগেজ ও ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ’ শিরোনামে প্রকল্পের আওতায় ইন্দোনেশিয়া থেকে ট্রেনটির ব্রডগেজ কোচগুলো আনা হয়েছে।

রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২টি কোচ নিয়ে চলবে ট্রেনটি। মোট আসন সংখ্যা হবে ৯২৮। এর মধ্যে এসি চেয়ার ১৬০টি, শোভন চেয়ার ৬৪৪ ও খাবার বগিতে আসন হবে ১০৮টি। এছাড়া পাওয়ার কারে ১৬টি আসন থাকবে। শুক্রবার ছাড়া প্রতিদিন চলবে ‘বনলতা এক্সপ্রেস’।

ট্রেনটি রাজশাহী থেকে সকাল ৭টায় ছেড়ে ঢাকা পৌঁছাবে বেলা ১১টা ৪০ মিনিটে। আর ঢাকা থেকে ছাড়বে বেলা ১টা ১৫ মিনিটে, যা রাজশাহী পৌঁছাবে সন্ধ্যা ৬টায়। বনলতার ভাড়া একই ‍রুটে চলমান ট্রেনের ভাড়ার তুলনায় নন-স্টপ সার্ভিস চার্জ ১০ শতাংশ বেশি আরোপ করা হবে।

এছাড়া ট্রেনটিতে বাংলাদেশ রেলওয়ের প্রথম নিজস্ব ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম সার্ভিসেস (বিআরসিটিএস) দ্বারা খাবার সরবরাহ করা হবে। খাবার মূল্য ১৫০ টাকাসহ শোভন চেয়ারের মূল্য ৪২৫ টাকা এবং এসি চেয়ারের মূল্য ৮৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)