বেনাপোলে ১৪ লাখ টাকার পণ্য উদ্ধার
যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় বৃহস্পতিবার রাতে আলাদা অভিযান চালিয়ে ১৪ লাখ টাকার পণ্য উদ্ধার করেছে বিজিবি।
বেনাপোলের শিকড়ী বটতলা, দৌলতপুর মাঠ ও পুটখালী ভাণ্ডারি মোড় থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।
২১ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে ফেনসিডিল, চা-পাতা, কসমেটিক্সসহ ভারত পাচারের জন্য আনা মাছের পোনা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাছের পোনা ইছামতি নদীতে অবমুক্ত করা হয়।
বিজিবি কর্মকর্তা বলেন, চা-পাতা ও কসমেটিক্স বেনাপোল কাস্টমস হাউজে জমা করা হয়েছে। ফেনসিডিল ধ্বংস করার জন্য কোম্পানি সদরে আনা হয়েছে। উদ্ধার করা পণ্যের মূল্য ১৪ লাখ ৬১ হাজার টাকা।
Please follow and like us: