আশাশুনিতে মৎস্য চাষিদের সংবাদ সম্মেলন
এলাকার চিহ্নিত মাছ চোরের হাত থেকে রক্ষা পেতে আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ী স্কুল মাঠে সংবাদ সম্মেলন করেছেন মৎস্য ব্যবসায়ী জাকির হোসেন, বাবলুসহ অন্যরা। বুধবার বিকালে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আগরদাড়ী গ্রামের সাবেক মেম্বার আনছার আলির ছেলে জাকির হোসেন ও বুধহাটা গ্রামের আবুল কালামের ছেলে বাবলু লিখিত বক্তব্যে জানান, তারাসহ এলাকার মৎস্য ঘের ব্যবসায়ীরা জমি ডিড নিয়ে শান্তিপূর্ণ ভাবে মৎস্য চাষ করে আসছেন। আগরদাড়ি গ্রামের ফজর আলি সরদারের ছেলে আঃ রউফ এলাকার একজন চিহ্নিত মাছ চোর। সে দীর্ঘকাল যাবৎ এলাকার মাছ চুরি করে আসছে। ইতিমধ্যে কয়েকবার ধরা পড়ে বিচার শালিসের মুখে পড়েছে। তার নামে ৪/৫ টি মামলা চলমান আছে। গত ২২ এপ্রিল সে আরেকজন সহযোগীকে নিয়ে সন্ধ্যা ৭ টার দিকে তাদের ঘেরে মাছ চুরি করতে গেলে তারা কে কে বলে চিৎকার দিয়ে তাকে ধরতে চেষ্টা করেন।
এ সময় চোরেরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। বিষয়টি ভিন্ন খাতে প্রবাহের লক্ষ্যে তাকে মাদকসেবীরা আটকে মারপিট করেছে বলে মিথ্যা ও কাল্পনিক সংবাদ প্রকাশ করিয়েছে। সে হাসপাতালে ভর্তি হয়েছে বলে সংবাদে উল্লেখ করা হয়েছে। অথচ তারা তাকে মারপিট করা দূরে থাক ধরতেও পারেনি। তাছাড়া ঘের মালিকরা কেউই মাদক সেবন করেননা। চোর রউফ বর্তমানে হাসপাতালে নয় বাড়িতে রয়েছেন। সে নিজের অপকর্ম ঢাকতে তাদেরকে মাদক ব্যবসায়ী বানানোর পাশাপাশি মিথ্যা মামলায় জড়ানোর পায়তারা চালাচ্ছে অভিযোগ করে তারা বিষয়টি তদন্ত পূর্বক অবিলম্বে চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থাসহ সকলের সহযোগিতা কামনা করেন।