মুন্সীগঞ্জে বিষ মুক্ত সুন্দরবন শীর্ষক আলোচনা সভা
শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে মৌখালী গ্রামে সাতক্ষীরা স্মার্ট পেট্রোলিং টিম সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা নাসির উদ্দিনের আয়োজনে, সুন্দরবনের বিষ দিয়ে মাছ ধরা থেকে বিরত থাকার জন্যে জেলে-বাওয়ালীদের নিয়ে বুধবার বিকাল 4 টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা কে এম কবির উদ্দিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর প্রেস ক্লাবের উপদেষ্টা গাজী সালাউদ্দিন বাপ্পি, বিশেষ অতিথি, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি আইয়ুব আলী, মুন্সীগঞ্জে ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য জামিলা খাতুন, রেঞ্জ সহকারি সুলতান আহমেদ, বন বিভাগের কর্মকর্তা মিজানুর রহমান, স্মার্ট পেট্রোলিং টিমের সদস্য দিদারুল আলম, সাংবাদিক জাহাঙ্গীর আলম, এ সময় অতিথিরা তাদের বক্তব্যে কল জাল নিয়ে সুন্দরবনে প্রবেশ করাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন।
যদি কোন জেলে বাউলি এই জাল নিয়ে সুন্দরবনে প্রবেশ করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেনশ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব ও সুন্দরবন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক বিলাল হোসেন।