প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী দফতরি-কাম-প্রহরী পদের নিয়োগে মন্ত্রণালয়ের সতর্কতা বার্তা
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকটিতে একটি করে অস্থায়ী ভিত্তিতে সৃজিত দফতরি পদে নিয়োগ হয়ে থাকে। তবে এ পদটি সরকারের রাজস্ব খাতের কোনো পদ নয়। এটি সম্পূর্ণ অস্থায়ী পদ হলেও নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেন হচ্ছে বলে অভিযোগ আসছে।
বিষয়টি নিয়ে সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মেহেদী শাহনেওয়াজ জলিল এ তথ্য জানান।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকটিতে একটি করে অস্থায়ী ভিত্তিতে সৃজিত দফতরি-কাম-প্রহরী পদে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগের উদ্দেশ্যে জারিকৃত নীতিমালা অনুযায়ী উপজেলা শিক্ষা কমিটি কর্তৃক নিয়োগ প্রদান করা হয়।
এতে বলা হয়, এই পদটি সরকারের রাজস্ব খাতের কোনো পদ নয়। এটি সম্পূর্ণ অস্থায়ী পদ। এই মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, এ পদে নিয়োগের জন্য কোনো কোনো ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন করা হচ্ছে। যেহেতু পদটি সম্পূর্ণ অস্থায়ী ও এটি রাজস্ব খাতের কোনো পদ নয় সেহেতু এ পদে যারা নিয়োগ পাচ্ছেন তাদের চাকরি স্থায়ী হওয়ার কোনো নিশ্চয়তা নেই।
সুতরাং দফতরি-কাম-প্রহরী পদে চাকুরি নেয়ার জন্য কোনো ব্যক্তি, কর্মকর্তা বা কোনো প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করা সমীচীন হবে না। এতে ওই পদে চাকরি প্রার্থী ও চাকরি গ্রহীতা চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্থ হতে পারেন বলেও সতর্ক করা হয়।
এতে আরো বলা হয়, এ অবস্থায় সম্পূর্ণ অস্থায়ী পদ হিসেবে সৃজিত দফতরি-কাম-প্রহরী পদে নিয়োগ লাভের জন্য কোনোরূপ আর্থিক লেনদেন না করতে সংশ্লিষ্ট সবাকে পরামর্শ দেয়া হলো।