রাজ-শুভশ্রীর অন্তরঙ্গ ছবি ফাঁস করলেন
বিয়ের এক বছর হতে চলেছে। যতদিন যাচ্ছে তাদের মধ্যে যেন প্রেম বেড়েই চলেছে। বাড়ছে একাত্ম হয়ে থাকার প্রবণতাও। বলছিলাম ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী এবং তার স্বামী পরিচালক রাজ চক্রবর্তীর কথা।
সম্প্রতি তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছন শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়। যেখানে তাদের বেশ অন্তরঙ্গভাবেই দেখা গেছে।
এদিকে, তাদের এ সম্পর্ক নিয়ে অনেকেই অনেক কথা বলছে। কেউ কেউ বলছে অল্প কয়েকদিনের প্রেমে এসব ছবি সোশ্যাল মিডিয়ায় দেয়া নিজেদের ন্যাকামি ছাড়া আর কিছুই নয়। তবে সেসব সমালোচনায় আমল না দিয়ে প্রেমে পরিপূর্ণ জীবন কাটাচ্ছেন রাজ ও রাজ-ঘরণী।
এছাড়া সংসারী জীবনে মনোনিবেশ করার পাশাপাশি নিজের কাজের দিকেও মন দিয়েছেন রাজ এবং শুভশ্রী। সামনেই মুক্তি পেতে চলেছে জিৎ-কোয়েল অভিনীত ছবি ‘শেষ থেকে শুরু’। ছবিটির পরিচালনা করেছেন পরিচালক রাজ চক্রবর্তী।
অন্যদিকে, স্ত্রী শুভশ্রীর সঙ্গেও ‘পরিনীতি’ শিরোনামের একটি ছবি করছেন পরিচালক।