কলারোয়ায় ব্যবসায়ীকে জীবননাশের হুমকি দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
কলারোয়ায় এক ব্যবসায়ীকে জীবননাশের হুমকি দেয়া হয়েছে। এঘটনার প্রতিবাদে সোমবার সকালে কলারোয়া পৌর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন-কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের গণপতিপুর গ্রামের মৃত আলহাজ্ব ফজলুর রহমানের ছেলে ব্যবসায়ী তরিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন-২০১১সালে তিনি হেলাতলার খলসী মৌজায় ০.০৮৩৩ একর জমির উপর একটি ফিড মিল নির্মাণ করেন। যাহা পরিবেশ অধিদপ্তরের অনুমতি পত্র নং-৩৮৯৪, ফায়ার সার্ভিসের লাইসেন্স নং-সাত-১৩৪৩/২০১৮-২০১৯ সহ সকল সরকারী দপ্তরের অনুমতি পত্র নিয়ে সেখানে তিনি তার ব্যবসায়ী কাজ শুরু করে আসছেন। এর মধ্যে ২০১৮ সালে আমিনুর রহমান নামে এক প্রতারক ওই স্থানের পাশে জমি ক্রয় করে বসত বাড়ী নির্মাণ করেন। সে কৌশলে আমার রেকর্ডীয় জমি থেকে কিছু অংশ দখল করে নেয়। পরে আমি জমি মাফযোগ করে জানতে পারি। এনিয়ে তার সাথে সামান্য কথাকাটাকাটি হয়। এর মধ্যে সে আমার জমি ছেড়ে না দিয়ে উল্টো জীবননাশের হুমকি দিয়ে বিভিন্ন স্থানে হয়রানী মূলক দরখাস্ত দিয়ে আমার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত করে আসছে। এছাড়া সে আমার ফিড মিলের গা ঘেষে পুকুর কেটে আমার বিল্ডিং ভেঙ্গে ফেলারও ষড়যন্ত্র করে আসছে। এমনকি সে প্রকাশ্যে অপরাধমুলক ভয়ভীতি ও খুন জখমের হুমকি দিচ্ছে। তার এবং তার স্ত্রী মিনা খাতুনের অব্যাহত হুমকিতে তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন। তিনি সংবাদ সম্মেলনে এর প্রতিকার চেয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ।