তালায় তুচ্ছ ঘটনায় কাচি দিয়ে যুবককে কুপিয়ে জখম
তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগরের রেজাউল ইসলামকে কাচি দিয়ে কুপিয়ে জখম করেছে এক দুর্বৃত্ত ।
জানাযায়, হরিহরনগর বিলের ছোট একটি অবদার রাস্তা দিয়ে গত শনিবার ১.৩০ দিকে কাজ শেষ করে আজিত সানার ছেলে রেজাউল ইসলাম (৩৩) সাইকেল নিয়ে বাড়িতে যাওয়ার পথে ওই অবদা দিয়েই আশাশুনির খরিয়াটি গ্রামের বক্কার গাজীর ছেলে সেলিম গাজী (৩৬) আসতেছিলো। রেজাউলের কাছে সাইকেল থাকাতে সেলিমকে সরে দাঁড়াতে বললে সেলিম রেজাউলকে বলে তুই এই ছোট রাস্তাই সাইকেল আনিছিচ কেন? তুই সাইকেল নিয়ে নিচে নেমে দাঁড়া। কিছু সময় কথা কাটাকাটি হলে এক পর্যায়ে সেলিমের হাতে থাকা কাচি দিয়ে রেজাউলের পিঠে কোপ দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে রেজাউলের চিৎকার চেঁচামেচিতে পাশে থাকা লোকজন এসে রেজাউলকে উদ্ধার করে গ্রাম্য ডাক্তার উসমান গণির কাছে নিয়ে যায় এবং পিঠে ৬টি সেলায় দিতে হয় বলে জানান রেজাইল ইসলাম।
বর্তমানে রেজাউল তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরো জানান, ওই দিন সন্ধায় একই গ্রামের টগি মোড়লের ছেলে আরশাদ আলী মোড়ল (৪০) আমার বাড়িতে এসে আমাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করলে আমার শশুর প্রতিবাদ করলে আমার শশুরকে মারধর শুরু করে এবং আমার স্ত্রী ঠেকাতে গেলে তার গলা টিপে ধরে। এই দেখে আমি ঠেকাতে গেলে সে আমার পিঠে জোরে আঘাত করে।
অবস্থার অবনতি দেখে গ্রাম্য ডাক্তার দিয়ে আসলে ঘুমের ইনজেকশন দিলে ঘুম পড়ি এবং সকালে ঘুম থেকে উঠলে হাত ও ঘাড়ের সিরা যন্ত্রণা করে, গাল-মুখ দিয়ে গেজা বের হলে আমার পরিবার তালা হাসপাতালে ভর্তি করে।
ডা. ওসমান গনি জানান, রেজাউলের অবস্থা খুব খারাপ হওয়াতে পিঠ ৬ টি সেলায় দিতে হয় এবং রাতে খিচুনি হলে ইনজেকশন দেই। পরের দিন সকালে খিচুনি হয়ে অবস্থা অবনতির দিকে গেলে তাকে তালা হাসপাতালে নিয়ে যেতে বলি।
তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল জানান, কেউ এখনো অভিযোগ করেনি। অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।