দেবহাটায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ক্ষতিসাধন
দেবহাটায় আসাদুল ইসলাম নামের এক ব্যক্তির মালিকানাধীন মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ক্ষতিসাধনের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সন্ধ্যার পর দেবহাটার টেংরামারি এলাকায় ক্ষতিগ্রস্ত আসাদুলের মৎস্য ঘেরটিতে বিষ প্রয়োগের ঘটনাটি ঘটে। উপজেলার কালাবাড়িয়া গ্রামের মৃত জাফর গাজীর ছেলে ঘেরমালিক আসাদুল জানায়, দীর্ঘদিন ধরে মাটিকুমরা গ্রামের আহম্মদ মোড়লের ছেলে সোহরাব এবং জগন্নাথ পুরের নজির আলী গাইনের ছেলে রবিউলের সাথে তার বিরোধ চলে আসছিলো। শুক্রবার সন্ধ্যার পর তারাই পূর্ব পরিকল্পিতভাবে মৎস্য ঘেরটিতে বিষ প্রয়োগ করে। এ ঘটনায় বাগদা চিংড়ী, গলদা চিংড়ী সহ অন্যান্য প্রজাতির লক্ষাধিক টাকা মূল্যের মাছ মারা গেছে বলে দাবী করেন ঘের মালিক আসাদুল।
Please follow and like us: