২০ বছর আগের তুলনায় তুমি এখন আরো ‘হট’ হৃতিককে সাবেক স্ত্রী
হৃতিক রোশন এবং সুজান খানের বিবাহ বিচ্ছেদ হয়েছিল নভেম্বর ২০১৪ সালে। তারপর থেকে দুজন আলাদা থাকলেও দুই ছেলের দায়িত্ব সমানভাবে পালন করেছেন হৃতিক-সুজান।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ওয়ার্ক আউট ভিডিও শেয়ার করেছেন হৃতিক রোশন। বলেছেন, কুড়ি বছর আগের চেয়েও এখন তাঁর কাছে ওয়ার্ক আউটটা অনেক সহজ।
‘সুপার থার্টি’ সিনেমার চিত্রগ্রহণ শেষ করেছেন সদ্যই। নিজের ব্র্যান্ড এইচআরএক্সের প্রচারণার জন্যই এ ভিডিওটি শেয়ার করেছেন তিনি।
ভিডিওটি শেয়ার দিয়ে ক্যাপশনে হৃতিক জানিয়েছেন, বহুবার আহত হওয়া সত্ত্বেও জিম ছাড়েননি তিনি। আর ব্যায়াম তাঁকে করেছে আরো শক্তিশালী। ভিডিওটি শেয়ারের পরই প্রশংসাসূচক মন্তব্যে ভরে যায় তাঁর পোস্টের নিচে।
কেউ বলেছেন ‘হট’, কেউ বলেছেন ‘প্রেরণা’। ইনস্টাগ্রামে ভিডিওটি এ পর্যন্ত ১৪ লাখ ৪০ হাজারের বেশিবার দেখা হয়েছে।
যা হোক, ভিডিওটি দেখে হৃতিক রোশনের সাবেক স্ত্রী সুসান খান বেশ আদুরে মন্তব্য করেছেন। বলেছেন, ‘২০ বছর আগের তুলনায় তুমি এখন আরো হট!’ সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ও হাসির ইমোজি।
সূত্র : ডিএনএ