আহ্ছানিয়া মিশনকে ধর্মীয় কাজে মুসুল্লিদের স্বার্থে ব্যবহার করা হবে-এস এম মোস্তফা কামাল
সাতক্ষীরার জেলা প্রশাসক ও আহ্ছানিয়া মিশনের সভাপতি এস.এম মোস্তফা কামাল বলেন ‘পীর কেবলার মতাদর্শ অনুযায়ী আহ্ছানিয়া মিশন চলবে। আহ্ছানিয়া মিশনকে ব্যবসায়ীকে কাজে নয়, ধর্মীয় কাজে মুসুল্লিদের স্বার্থে ব্যবহার করা হবে এবং কারও ব্যক্তি স্বার্থে আহ্ছানিয়া মিশনকে ব্যবহার করতে দেওয়া হবেনা। তিনি শুক্রবার দুপুরে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন জামে মসজিদের নির্মাণাধীন ভবনের সম্প্রসারণ কাজ পরিদর্শন এবং পবিত্র জুমআ’র নামাজ আদায় শেষে এ সব কথা বলেন।
তিনি এ সময় মসজিদ সম্প্রসারণ ও মসজিদের মুসুল্লিদের অভিযোগ শোনেন এবং মুসুল্লিদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি বলেন, মুসুল্লিদের স্বার্থে সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর মাহমুদ হাসান লাকি আমাকে আহ্ছানিয়া মিশন জামে মসজিদে জুমআ’র নামাজ আদায় করতে এবং মুসুল্লিদের অভিযোগের কথা শোনার জন্য আমন্ত্রণ জানিয়ে ছিলেন। মুসুল্লিদের কথা শুনে নামাজীদের স্বার্থে মসজিদের জায়গা বাড়িয়ে সম্প্রসারণের ব্যবস্থার আশ্বাস প্রদান করেন এবং মসজিদের নির্মাণধীন সকল কাজ বন্ধ ঘোষণা করেন। তিনি এ সময় আহ্ছানিয়া মিশন জামে মসজিদের বর্তমান কমিটির সেক্রেটারীসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত না থাকায় কমিটির প্রতি অসন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত মুসুল্লিদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর মাহমুদ হাসান লাকি, আহ্ছানিয়া মিশন জামে মসজিদের সাবেক সেক্রেটারী শেখ আজিজুল হক, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মহসীন হোসেন বাবলু, সহ-সম্পাদক ও আহ্ছানিয়া মিশন জামে মসজিদের সাবেক সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, আহ্ছানিয়া মিশন জামে মসজিদের সহ-সভাপতি কাজী মনিরুজ্জামান মুকুল, অ্যাড. ফারুক হোসেন প্রমুখ।