সাতক্ষীরায় আদালতের নির্দেশ অমান্য করে ধান কেটে নেওয়ার অভিযোগ
শহরতলীর বাঁকালে আদালতের নির্দেশ অমান্য করে প্রতিপক্ষের জমি থেকে ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। ১৮ এপ্রিল বৃহস্পতিবার রাত ৯টার দিকে পৌর এলাকার বাঁকাল পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী জমির মালিকের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানাগেছে, সাতক্ষীরা রামদেবপুর মৌজায় এস এ খতিয়ান নং- ৮৩, দাগ নং- ১৪২৬,১৪২৫,১৩৬৬ জমির পরিমাণ.২৭ শতক সম্পত্তির মালিক মৃত কেয়ামুদ্দিন সরদারের ওয়ারেশগণ। উক্ত সম্পত্তিতে তারা দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছিলেন। কিন্তু ওই সম্পত্তির পাশে হওয়ায় একই এলাকার মৃত আলকাজ সরদারের পুত্র আব্দুল আলিম, জেহের আলীর পুত্র আব্দুল জলিল ও হামজার পুত্র জামাল উদ্দীন অবৈধভাবে সম্পত্তি দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়। এর জের ধরে ইতোপূর্বে মৃত কেয়ামুদ্দীনের পুত্রদের মারপিট করে এবং ফসলের ক্ষয়ক্ষতি করে।
এবিষয়ে সিআরপি মামলা নং- ৩১৬/১৮৯(সাতঃ), ধারা- আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ(দ্রুত বিচার)আইন ২০০২ এর ৪/৫। উক্ত মামলাটি বর্তমানে দ্রুত বিচার ১২/১৯(সাতঃ) মূলে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও ওই সম্পত্তিতে কেয়ামুদ্দীনের পুত্ররা ধানের চারা রোপণ করেন। গত ১৮ এপ্রিল বৃহস্পতিবার ধান পাকার পর কেটে জমিতে রেখে চলে যান তারা। এ সুযোগে লোভী আব্দুল আলিম প্রায় ৪০ হাজার টাকার ধান তার বাড়ি নিয়ে যায়। এবিষয়ে কথা বলতে গেলে তারা ভুক্তভোগী জমির মালিকদের খুন জখমের হুমকি প্রদর্শন করে।
এবিষয়ে মৃত কেয়ামুদ্দিনের পুত্র ইয়াছিন উদ্দীন প্রতিকার চেয়ে ১৯ এপ্রিল সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই পরসম্পদ লোভী আলিম ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।