আর লাইনে দাঁড়িয়ে নয়, অ্যাপেই মিলবে ট্রেনের টিকিট
এক অ্যাপের মাধ্যমেই এখন থেকে রেলওয়ের নানা সেবা পাওয়া যাবে। মোবাইল অ্যাপটি আগামী ২৮ এপ্রিল অ্যাপটি চালু হবে বলে জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
বৃহস্পতিবার মন্ত্রী কমলাপুর রেলওয়ে স্টেশনে একটি অংশীজন সভা শেষে গণমাধ্যম কর্মীদের এমন তথ্য জানান। মোবাইল অ্যাপটি চালু হলে টিকিট পেতে যেমন ভোগান্তি হবে না, তেমনি আবার কালোবাজারি রোধ করা সম্ভব হবে বলেও জানান মন্ত্রী।
জানা যায়, এই অ্যাপের সবচেয়ে বড় সুবিধা হলো যেকোনো ট্রেনের টিকিট কাটা যাবে। আর টিকিটের মূল্য পরিশোধ করা যাবে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে। এছাড়া এখন অনলাইনে ট্রেনের ২৫ শতাংশ টিকিট পাওয়া যায়। অ্যাপটির মাধ্যমে ট্রেনের ৫০ শতাংশ টিকিট পাওয়া যাবে।
টিকিট কেনার পাশাপাশি অ্যাপটিতে মূল্য পরিশোধ, ট্রেনের অবস্থান জানা, ক্যাটারিং থেকে খাবার কেনাসহ বিভিন্ন ডিজিটাল সেবা পাবেন যাত্রীরা। এছাড়াও অ্যাপটি ব্যবহার করে জরুরি যোগাযোগের পাশাপাশি বিভিন্ন অভিযোগও জানানো যাবে। শুধু তাই নয়, রেল পুলিশের সহায়তাও নেয়া যাবে এই অ্যাপের মাধ্যমে।