বাগেরহাটে সরকারী ১২ পুকুর খননে ,চলছে পুকুর চুরি

বাগেরহাট:বাগেরহাটের শরণখোলা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের পুকুর খনন প্রকল্প নিয়ে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। নিয়ম কানুনের তোয়াক্কা না করেই দায়সারা ভাবে এই প্রকল্পের কাজ চলছে বলে স্থানীয়দের অভিযোগ ।২ টি পুকুর খনন কাজ স্থগিত রাখা হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, শুষ্ক মৌসুমে পানি সঙ্কট দূরীকরণের লক্ষ্যে জেলা পরিষদের মালিকানাধীন ২০১৭-২০১৮ অর্থ বছরে শরণখোলা উপজেলার ৪ ইউনিয়নে পানি সংরক্ষণের জন্য ১২টি পুকুর পুনঃ খননের দায়িত্ব পান খুলনা ও গোপালগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এস.টি এন্ড এস.এস কনস্ট্রাকশন, এম.এস শেখ এন্টারপ্রাইজ এবং মেসার্স শামীম এন্টারপ্রাইজ নামের তিনটি প্রতিষ্ঠান। যার খনন ব্যয় প্রায় আড়াই কোটি টাকা। সম্প্রতি কদমতলা তালুকদার বাড়ী সরকারী পুকুর পুনঃখননের কাজের অগ্রগতি দেখেতে গেলে সেখানে শ্রমিক ছাড়া সংশ্লিষ্টদের কাউকেই দেখা যায়নি।

স্থানীয় বাসিন্দা ইয়াকুব আলী তালুকদার বলেন, এরকম পুকুর কাটা আমি কোন দিনও দেখিনি। একবার বৃষ্টি হলেই পাড় ভেঙ্গে পুকুরটি আগের মত ভরে যাবে। তাছাড়া এই কাজের নিয়ম কানুন কি আছে তা আমরা কেউ জানিনা।
দক্ষিণ সাউথখালী সরকারী পুকুরের জমি দাতা ডাঃ জাহাঙ্গীর আলম খাঁন, স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক হাওলাদার, ইউপি সদস্য জাকির হোসেন বলেন, আমাদের পূর্বের কাজের অভিজ্ঞতা মতে, সরকারী পুকুর খননে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে প্রধান করে একটি কমিটি করতে হয় এবং কাজের নিয়ম অনুযায়ী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ উক্ত কমিটিকে অবহিত করে কাজের শেষে ওই পুকুর কমিটির কাছে বুঝিয়ে দেয়ার নিয়ম আছে।

কিন্তু এখানে কোন কমিটি হয়নি, দায়সারা ভাবে পুকুরের সামান্য মাটি কেটে শুধু পাড় বাঁধা হয়েছে। পুকুরের পাড়ে কোন ইটের রাস্তা ও গেইট নেই, সীমানা পিলার বসানো হলেও গোড়ায় ঢালাই নেই, দায়সারা কাটা তারের বেড়া, পিএসএফ, টেংকি কোনটাই নেই। পুকুরের চারপাশে বনায়নের জন্য দু-চারটি গাছের চার রোপণ করা হলেও তা ইতোমধ্যে অধিকাংশ মরে গেছে। এছাড়া পুকুরটি খনন তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য ওই দপ্তরের মেকানিক মোঃ রাজিব হোসেন ও মেশনম্যান মোঃ জয়নাল আবেদীনকে ৮ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। বগী পঞ্চায়েত বাড়ী সরকারী পুকুরের সুবিধাভোগী বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন পঞ্চায়েত ও রুস্তুম আলী খাঁন বলেন, উন্নয়নশীল সরকারের আমলে সরকারী অর্থ লুটপাট অনাকাঙ্খিত ও দুঃখজনক। আমরা কাজের স্টিমিট চেয়েছি কিন্তু সংশ্লিষ্টরা দেয়নি। পুকুরের চর্তুপাশ কেটে ছেটে পরিষ্কার করে খনন কাজ চালাচ্ছে ঠিকাদারের লোকজন।

তাই পুকুর খননে বরাদ্ধ কৃত টাকা পুরো খরচ হচ্ছে না। সংশ্লিষ্টদের যোগসাজশে সরকারি লাখ লাখ টাকা আত্মসাৎ চলছে। বর্ষা মৌসুমে খনন কাজ শুরু করায় কোন সুফল ভোগ করতে পারবে না স্থানীয়রা। প্রকল্প তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদের রহস্য জনক ভূমিকার কারণে সরকারের মুল উদ্দেশ্য ভেস্তে যাচ্ছে। অপরদিকে, খননের মেয়াদ ইতোমধ্যে শেষ হলেও কয়েকটি পুকুরের খনন কাজ এ পর্যন্ত শুরু করেননি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ব্যাপারে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরে দায়িত্বে থাকা প্রকৌশলী মেহেদী হাসান জানান, নিয়ম নীতি অনুযায়ী পুকুর খননের কাজ চলছে। কোথাও কোন অনিয়ম নেই। এছাড়া ১২টি পুকুরের মধ্যে জটিলতার কারণে ২ টি পুকুর খনন কাজ স্থগিত রাখা হয়েছে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)