সাতক্ষীরায় নতুন আম্পায়ার সংগ্রহ কার্যক্রম ২০১৯ এর ফলাফল প্রকাশ
সাতক্ষীরায় বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নতুন আম্পায়ার (নন-কোয়ালিফাইড)সংগ্রহ কার্যক্রম ২০১৯ এর ফলাফল প্রকাশ করা হয়েছে।বুধবার (১৭ এপ্রিল)সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান’র কার্যালয়ে এটি প্রকাশিত হয়।
গত ৭থেকে ৯ এপ্রিল নতুন আম্পায়ার সংগ্রহ কার্যক্রম২০১৯ এর প্রশিক্ষণ কর্মশালা শেষে ১০ এপ্রিল চুড়ান্ত পরিক্ষা অনুষ্ঠিত হয়।পরিক্ষায় সাতক্ষীরার বিভিন্ন উপজেলা থেকে মোট ৩৫ জন অংশ গ্রহন করে।সেখান থেকে ২৪ জন চুড়ান্ত ভাবে নির্বাচিত হয়।নির্বাচিতরা হল যথাক্রমে :ক্রমানুসারে
১.মো. মেহেরুল্লাহ
২. স. ম. নুরুল হাসান
৩. কৌশিক কুমার বর্ধন
৪. শেখ আজিজুর রহমান
৫. আবু হাসনাত শান্ত
৬. শেখ মারুফ হাসান (রিংকু)
৭. এস,এম, হাবিবুল হাসান
৮.রেবেকা সুলতানা
৯.রেজা আল মামুন (ছোট)
১০. কাজী ইমুজ্জামান (সাব্বির)
১১.মো. মিজানুর রহমান
১২. মো. আনিছুর রহমান
১৩.মো. শামিম হাসান (সাইদ)
১৪.মো. জিয়াউর রহমান
১৫. দিলীপ কুমার ঘোষ
১৬. দিপায়ন রাহা (তনু)
১৭. কায়ছারুজ্জামান (হিমেল)
১৮. অনুপ কুমার ঘোষ
১৯. মো. আবির হোসেন
২০আবদুল ওহাব মামুন
২১. জাকির হোসেন (মিঠু)
২২. মমতাজুল হাসান (ওলি)
২৩. শাহিন আলম
২৪. মো. নুর হুসাইন
বাংলাদেল ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নতুন আম্পায়ার (নন-কোয়ালিফাইড) সংগ্রহ কার্যক্রম ২০১৯এর চুড়ান্ত বিজয়ীদের শুক্রবার (১৯ এপ্রিল) বিকাল ৩ ঘটিকায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য নতুন আম্পায়ার সংগ্রহ কার্যক্রমের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম (শফি) আহবান করেছেন।
Please follow and like us: