আশাশুনিতে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা সম্পন্ন
আশাশুনিতে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে আশাশুনি উপজেলা ভূমি অফিস চত্ত্বরে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তারের সভাপতিত্বে ভূমি অফিসের ছায়রাত সহকারী নূরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অফিস সহকারী অচিন্ত কুমার, সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইয়াছিনুর রহমান, কামরুল ইসলাম, মঞ্জুরুল কাদির, রনজিত কুমার মন্ডল, মোস্তফা মনিরুজ্জামান, মহসীন আলী, সঞ্জয় কুমার রায়, মহসীন হোসেন ও শ্যামল কুমার অধিকারীসহ ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ। সভায় সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার বলেন সমাজের প্রত্যেকের কম-বেশি দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সে মোতাবেক দেশের তথা জাতির কল্যাণে সরকারের কর্মচারী হিসাবে কিছু দায়িত্ব পালন করছি মাত্র। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকারের অসহায়, গরীব, ভূমিহীন ও বাসস্থানহীন মানুষের জন্য আশ্রয়ণ প্রকল্প একটি যুগান্তকরী পদক্ষেপ।
একর্মসূচী বাস্তবায়নে কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া আশ্রয়ণ প্রকল্পের ১৪০ জনের জমি সহ পাকা ঘরের দলিল হস্তান্তরের লক্ষ্যে ১০ জন আশ্রয়হীনকে কবুলিয়াত দলিল হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শ্রেষ্ঠ কর আদায় ও সেবাদানকারী শোভনালী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা কামরুল ইসলাম সহ ৯টি ইউনিয়ন সেবাদানকারী ক্যাম্পের ভূমি কর্মকর্তাদের পুর®কৃত করা হয়। এছাড়া সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার বাংলা নববর্ষের বর্ষবরণ অনুষ্ঠানে কবিতা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।