সাতক্ষীরায় স্যানিটেশন ব্যবসায়ীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ
সাতক্ষীরা পৌরসভার স্যানিটেশন ব্যবসায়ীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক বিগত ১৬-১৭ এপ্রিল ২০১৯ মঙ্গলবার ও বুধবার দুই দিন ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের প্রথম দিনে সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ স.ম. আলাউদ্দিন মিলনায়তনে স্যানিটেশন ব্যবসা ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা ও ক্রেতা ব্যবস্থাপনা বিষয়ক বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণের দ্বিতীয় দিনে ইমরান ট্রেডার্স, ইটাগাছা, সাতক্ষীরাতে গুণগত মানের বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন ও মান বিষয়ক বিস্তারিত বিষয়ে হাতে কলমে শেখানো হয়। স্যানিটেশন ব্যবসায়ীরা সমাজের সকল শ্রেণীর মানুষের উপযোগী বিভিন্ন পণ্য উৎপাদন বিষয়ক কারিগরি দক্ষতা লাভ করেন। প্রশিক্ষণে স্যানিটেশন ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম, মোঃ সাইফুল্লাহ সাইফ, মোঃ ওসমান আলি, মোঃ রবিউল ইসলাম, মোঃ আঃ ছাত্তার, মোঃ আল আমিন ও মোঃ কবির হোসেনসহ মোট ১৬ জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ পরিচালনা করেন হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর প্রশিক্ষণ কর্মকর্তা মোছা. সেলিনা খাতুন। সমগ্র অনুষ্ঠানের আয়োজনে ছিলেন অত্র সংস্থার মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মোাঃ শরিফুল ইসলাম খান।
দুই দিন ব্যাপী প্রশিক্ষণের উদবোধন করেন অত্র সংস্থার টাউন কো-অর্ডিনেটর মৃণাল কুমার সরকার। উল্লেখ্য এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভীষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।