কালিগঞ্জ লিডার্স এর আয়োজনে ইউনিয়ন যুব ফোরাম গঠন
বেসরকারি সংস্থা লিডার্স এর আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় কালিগঞ্জ উপজেলার ৫নং কুশুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইয়্যুথ মোবিলাইজেশন ফর সোসাল চেঞ্জ কার্যক্রমের আওতায় ইউনিয়ন যুব ফোরাম গঠনে সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশনের কালিগঞ্জ উপজেলা সভাপতি শেখ অহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লিডার্স এর পরিচালক মোহন কুমার মন্ডল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শেখ সিরাজুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব সুকুমার দাশ বাচ্চু,।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিডার্স এর প্রোগ্রাম সমন্বয়কারী হরিদাস কুমার ঢালী, প্রোগ্রাম অফিসার সুলতা সাহা, ফিল্ড ফ্যাসলিটেটর জুলেখা খাতুন, বাবর আলী প্রমূখ। সভায় কুশুলিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান শেখ সিরাজুল ইসলাম বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এই ইউনিয়নের যুবদের সংগঠিত করে সমাজ পরিবর্তনের যে উদ্যোগ গ্রহণ করেছেন আমরা আসা করি প্রত্যেক যুব সদস্য আগামী দিনের সমাজে আদর্শ নেতৃত্ব দিয়ে সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন।
লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল বলেন, আমরা এদেশের সামগ্রিক সমাজের ইতিবাচক পরিবর্তনে এমন একটি পথে অগ্রসর হবো যেখানে যুবরা সমাজের পরিবর্তনে কার্যকারী ভুমিকা পালন করবে এবং নারী ও শিশু সহ সকল সচেতন নাগরিক সামাজিক নিরাপত্তার সাথে জীবন যাপন করতে সমর্থ হবে। কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু বলেন,“ সমাজ পরিবর্তনে যুবদেরকে কাজে লাগাতে পারলেই এদেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব হবে। এই কাজটি করার জন্য চাই সমাজের মানুষের সাথে সামাজিক সম্পৃক্ততা এবং সমাজ উন্নয়নে যুবদের সঠিক নেতৃত্ব বিকাশ। ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায় এই বিকশিত নেতৃত্ব আমাদের দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সভা শেষে বাসুদেব সরকারকে সভাপতি ও শেখ মাসুদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন যুব ফোরাম গঠন করা হয়।